তিব্বতীরা বলি চড়ছে : লামা
রবিবার, 16 মার্চ 2008( 19:52 IST )
তিব্বতীয়দের বলি চড়ানো হচ্ছে৷ ধর্মশালাতে আজ সাংবাদিকদের একথা বললেন তিব্বতীয়দের সর্বোচ্চ আধ্যাত্মিক গুরু দলাই লামা৷
তিনি আরও জানান তিব্বতে নরসংহার হচ্ছে ও আমাদের স্বতন্ত্রতা নয় সত্যিকারের স্বায়ত্ব শাসন চাই৷ তিনি বেজিং অলিম্পিককে সমর্থন করে বলেন আন্তর্জাতিক সমুদায়দের নেতিক অধিকার আছে তারা যেন মানবাধিকার লংঘনের ব্যাপারে চিনের উপর চাপ বাড়ায়৷
তিনি আরও জানান তিব্বতের মঠগুলিতে রাজনৈতিক শিক্ষার প্রসার করার চেষ্টা করা হচ্ছে যেটা তিব্বতী ভিক্ষুকদের পচ্ছন্দ নয়৷ চিনের বলপ্রয়োগ সম্বন্ধে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান৷
চিনা সেনার বলপ্রয়োগের কারণে 100 জনের মৃত্যুর দাবি করা হলেও চিনা সরকার সেটা 10 জনের মৃত্যুর খবর স্বীকার করেছে৷ অন্যদিকে সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি আত্মসর্মপণ করা হয় তাহলে তাদের মাফ করে দেওয়া হবে, নাহলে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে৷
আর এইসব সমস্ত কিছুর জন্যই চিন ধর্মগুরু দলাই লামাকে দায়ী করেছে৷
No comments:
Post a Comment