BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Sunday, March 30, 2008

সংঘর্ষে নিহত 71 জন তামিল টাইগার

সংঘর্ষে নিহত 71 জন তামিল টাইগার


রবিবার, 30 মার্চ 2008( 14:10 IST )

উত্তরী শ্রীলঙ্কায় সেনাবাহিনীর সঙ্গে তামিল টাইগারদের এক সংঘর্ষে মারা গেল 71 জন তামিল টাইগার৷ সেনাবাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয়েছে৷

জানা গেছে একটি স্কুলকে তামিল টাইগাররা প্রশিক্ষণ শিবির রুপে ব্যবহার করত৷ শ্রীলঙ্কান সেনারা সেটার খবর পাওয়ার পর সেই স্কুলের দখল নিয়ে নেয়৷ এরপর সেনার সঙ্গে সংঘর্ষে তামিল টাইগাররা মারা যায়৷

এছাড়া শ্রীলঙ্কান বায়ুসেনারা তামিল টাইগারদের কয়েকটি ঠিকানা পুরো ধ্বংস করে দেয়৷

পর্যবেক্ষকদের স্বাধীনতা দেয় নি চিন


রবিবার, 30 মার্চ 2008( 13:53 IST )







বিদেশী পর্যবেক্ষকদের হিংসাগ্রস্ত তিব্বত পর্যবেক্ষণে পুরো স্বাধীনতা দেয় নি চিন৷ গতকাল এরকমই অভিযোগ জানাল বিদেশী পর্যবেক্ষকরা৷

তিব্বতে সাম্প্রতিক হিংসার পরিপ্রেক্ষীতে বাইরের ক্রমাগত চাপের কাছে চিনা সরকার কিছু নির্দিষ্ট দেশের পর্যবেক্ষকদলকে তিব্বত আসার আমন্ত্রণ জানায়৷ সেখানে তাদের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেওয়া হয় নি বলের জানাল সেই পর্যবেক্ষক দলটি৷

মার্কিন দূতাবাস থেকে জানানো হয়েছে বিদেশি পর্যবেক্ষকদের লাসাতে স্বাধীনতার সঙ্গে ঘুরতে দেওয়া হয় নি৷ এমনকি সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে বাধা দেওয়া হয়েছে৷ চিনা সরকারের পক্ষ থেকে 15টি দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের লাসাতে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল৷

প্রসঙ্গত চিনের তরফ থেকে ভারতের কোন রাজনৈতিক নেতাকে এখানে আমন্ত্রণ জানানো হয় নি৷

চীন আলোচনায় বসুকঃ দলাই লামা


রবিবার, 30 মার্চ 2008( 00:34 IST )


তিব্বতিয়রা চীন থেকে বিচ্ছিন্ন হতে না চাইলেও তারা চীনা আগ্রাসন থেকে মুক্তি চান বলে মন্তব্য করেছেন৷ একই সঙ্গে দলাই লামার বক্তব্য চীন প্রশাসন লাসার গন্ডগোলের জন্য তার নামে যত অপবান দিয়েছেন তা সবই মিথ্যা৷ বরং লাসাতে যা ঘটেছে, তাতে চীনা প্রশাসনের দায়ভার সবথেকে বেশী৷

দলাই লামার মতে, চীন তিব্বতকে সবসময় পায়ের তলায় দাবিয়ে রাখতে চেয়েছে৷ কিন্তু চীন তিব্বতিয়দের দাবিকে গুরুত্ব দিতে চায় নি৷ তারা বরং উল্টোটাই করেছে৷ আন্তর্জাতিক মহলের উচিত চীনকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা তবেই সমস্যার সমাধান হবে৷

সেই সঙ্গে তার যুক্তি চীন সেনাবাহিনী যে ভাবে তিব্বতে গা-জোয়ারি ভাব দেখায় তা কোন আত্মসন্মান বোধ সম্পন্ন তিব্বতিয়দের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়৷
পশ্চিম এশিয়ায় শান্তি চান বুশ


রবিবার, 30 মার্চ 2008( 00:31 IST )
ইজরালেয় এবং প্যালেসটাইনের মধ্যে সংঘর্ষ থামাতে শান্তি ফেরাতে এবার নতুন ভাবে শান্তি প্রক্রিয়ার কথা বলল মার্কিম যুক্তরাষ্ট্র৷ মার্কিন সেক্রেটারি অব স্টেটস কন্ডোলিজা রাইজ এই দুদেশের মধ্যে নতুন করে আলোচনা শুরু করার কথা বলা হয়েছে৷

মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে আশা প্রকাশ করা হয়েছে উভয় দেশই নিজেদের শান্তি প্রক্রিয়াকে কার্যকর করতে সফল হবে৷ যদিও প্যালেস্টাইনের দাবি ইজরায়েল অন্যায় ভাবে গাজাতে নিজের প্রভাব বৃদ্ধিতে ব্যস্ত৷ আর ইজরায়েলের দাবি, প্যালেসস্টাইন কিছুতেই জঙ্গিদের নিয়ন্ত্রণ করছে না৷

কিছুদিনের মধ্যেই প্রেসিডেন্ট জর্জ বুশ পশ্চিম এশিয়া সফরে আসবেন৷ প্রেসিডেন্ট জর্জ বুশও যে এই প্রান্তে শান্তি চান তা জানাতে ভোলেননি কন্ডোলিজা রাইস৷
দামাস্কাসে শুরু আরব লীগের বৈঠক


রবিবার, 30 মার্চ 2008( 00:30 IST )







সিরিয়ার রাজধানী দামাস্কাসে শুরু হল আরব লীগের বার্ষিক সন্মেলন৷ এবারের সন্মেলন যেন কোথাও হয়েও হচ্ছে না৷ কেননা বেশীর ভাগ আরব নেতারা এই বৈঠক বয়কট করেছেন৷

এই বৈঠক বয়কট করেছেন- মিশর, সৌদি আরব, জর্ডন এই বৈঠক বয়কট করেছে৷ কেননা বেশীর ভাগ আরব নেতাদের অভিযোগ লেবাননের সমস্যার জন্য দায়ি সিরিয়া৷ তবে সিরিয়ার বিদেশ মন্ত্রী ওয়ালিদ মোয়ালেম এই ঘটনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ি করেছেন৷ সিরিয়ার বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র আরব ঐক্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে৷

সন্মেলনের শুরুতে অবশ্য সিরিয়ার প্রেসিডেন্ট বাসার-আল- আসাদ আরব এবং আরব নন এমন সকলের সাহায্য চেয়েছেন৷

আরব লীগ কি ভাঙছে ?


রবিবার, 30 মার্চ 2008( 00:29 IST )

দামাস্কাসে শুরু হওয়া আরব লীগ বৈঠকে বহু আরব নেতাই হাজির হননি৷ কেননা সিরিয়াতে তারা যাবেন না৷ সৌদি আরব, মিশর এবং জর্ডনের দাবি লেবাননে যে ভাবে আরব সমস্যা জিইয়ে রেখেছে তার জন্যই তারা আরব বৈঠক বয়কট করেছেন৷

সিরিয়া সরকার একে মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন৷ কিন্তু এর ফলে একটা বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন তা হল, আরব লীগে এখন দুটি বিভাজন দেখা যাচ্ছে৷ তা হল- সিরিয়া, ইরান, হামাস এবং হিজবুল্লা৷

অন্যদিকে অন্যান্য আরব দেশগুলো এই সিরিয়া বিরোধীতার সামিল হয়েছে৷

বাসরা সংঘর্ষে এবার ব্রিটিশ সেনা


রবিবার, 30 মার্চ 2008( 00:28 IST )

বাসরাতে চলা ইরাকি সেনাবাহিনী এবং মেহেদি সেনার মধ্যে চলা সংঘর্ষে এবার যোগ দিল ব্রিটিশ সেনা৷ উত্তর বাসরা থেকে ব্রিটিশ সেনা মেহেদি সেনার উপর হানা শুরু করেছে৷

এই সংঘর্ষে যোগ দিতে পেরে খুশী ব্রিটিশ সেনা৷ কেননা তাদের বক্তব্য এর মাধ্যমেই সন্ত্রাসকে একেবারে সাফ করা যাবে৷ মেহেদি সেনাকে হেলায় হারানো যাবে বলে অভিমত ব্রিটিশ সেনাবাহিনীর৷


কাশ্মীর নিয়ে পুরানো নীতিতে গিলানি


শনিবার, 29 মার্চ 2008( 23:03 IST )
আস্থা ভোটে জেতার পরে নিজের কাশ্মীর সম্পর্কে বক্তব্যকে পরিস্কার করলেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি৷ এ বিষয়ে তিনি তার পূর্বসূরীদের পথেই চলতে চান বলে জানিয়েদিলেন৷ কাশ্মীর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়ে দেন কাশ্মীরের জনসাধারণের লড়াই বিফলে যাবে না৷

এপ্রসঙ্গে তাঁর বক্তব্য-" কাশ্মীরের ভাই এবং বোনেদের আমি স্পস্ট করে বলতে চাই তাদের আত্মত্যাগ বিফলে যাবে না৷কাশ্মীর তার মর্যাদা পাবে৷" গিলানির এই বক্তব্যের পর স্বভাবতই প্রশ্ন উঠেছে কাশ্মীর নিয়ে আবার না ভারত-পাক ঝগড়া শুরু হয়৷

গিলানির বক্তব্য, আসিফ আলি জারদারির বক্তব্যের বিপক্ষে যাচ্ছে৷ কেননা জারদারি বলেছিলেন, কাশ্মীর প্রসঙ্গকে বাদ দিয়েও ভারত-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যাবে৷ কেননা তাই হবে বাস্তবিক পরিচয়৷

অপরদিকে গিলানির মতামত কিন্তু উল্টো৷ তার বক্তব্য থেকে পরিস্কার, কাশ্মীরকে বাদ দিয়ে ভারত পাক আলোচনা সম্ভব নয়৷
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন


ন্যাটোর সম্প্রসারণে আপত্তি রাশিয়ার


শনিবার, 29 মার্চ 2008( 22:42 IST )

আগামী সপ্তাহেই রোমানিয়াতে বসতে চলেছে ন্যাটোর সন্মেলন৷ আর এই বৈঠকের আগে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে, ন্যাটোর সম্প্রসারণ হলে আঞ্চলিক বিভেদ তৈরী হবে৷ বিঘ্নিত হবে সুরক্ষা ব্যবস্থা৷

বেশ কিছুদিন ধরেই ন্যাটোর সম্প্রসারণ নিয়ে আপত্তির কথা জানিয়েছে রাশিয়া৷ রাশিয়ার বিদেশ মন্ত্রী লাভরভ জানিয়েছেন ন্যাটোর সম্প্রসারণ খুব একটা লাভ জনক হবে না৷

রাশিয়া আরও জানিয়েছে, ন্যাটোর এই সম্প্রসারণে ইউরোপের বিভাজনকেই ত্বরাণিত করবে৷

নির্বাচন শেষ হল জিম্বাবোয়েতে


শনিবার, 29 মার্চ 2008( 22:12 IST )


শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল জিম্বাবোয়েতে৷ এই নির্বাচনেই ঠিক হবে যে মুগাবে দেশের প্রেসিডেন্ট থাকবেন কি না৷ মুগাবের বিরুদ্ধে এবারের নির্বাচনে দাড়িয়েছেন মরগ্যান তাসভানগিরাই৷ তিনি এমডিসি পার্টির সদস্য৷ নির্বাচনে দাড়িয়েছেন, প্রাক্তণ অর্থমন্ত্রী সিম্বা মাকোনি৷

এই নির্বাচনে ব্যাপক সুরক্ষা ব্যবস্থার করা হয়েছিল৷ এই নির্বাচনে ব্যাপক রিগিংয়ের আশঙ্কা করা হয়েছিল৷ মুগাবে নিজে হারারে থেকে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ খবর পাওয়া পর্যন্ত এখনও পর্যন্ত ভোট পড়েছে 50 শতাংশ৷
ক্যালিফোর্নিয়া থেকে নিরুদ্দেশ ভারতীয় সেনা


শনিবার, 29 মার্চ 2008( 22:11 IST )
দুই ভারতীয় সেনা নিরুদ্দেশ হলেন ক্যালিফোর্নিয়া থেকে৷ ক্যালিফোর্নিয়াতে যৌথ মহড়াতে যোগ দেওয়ার জন্য এই দুই সেনাকে পাঠান হয়েছিল৷ কিন্তু ট্রেনিং চলা কালীন ক্যাম্প থেকে নিরুদ্দেশ হয়ে যায় এই দুই ভারতীয় সেনা৷ আমেরিকার রাজ্য উন্নয়নের মুখোপাত্র শনিবার এই কথা জনিয়েছেন৷

সঞ্জয় মাহাতো এবং সন্তোষ থাপা নামক এই দুই ভারতীয় সেনা নিরুদ্দেশ হয়েছেন৷ এদের খুজে বের করার জন্য আমেরিকা ইন্ডিয়ান কনসুলেটের কাছে সাহায্য চেয়েছে৷ কারণ তারা মনে করছেন ইন্ডিয়ান কনসুলেটের সাহায্যে এই দুই সেনাকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে৷

গিলানি প্রধানমন্ত্রী


শনিবার, 29 মার্চ 2008( 22:10 IST ) নতুন পাক প্রধানমন্ত্রীর পক্ষেই আস্থা জ্ঞাপণ করল পাকিস্তানের ন্যাশানাল অ্যাসেম্বেলী৷ প্রধানমন্ত্রীর পক্ষে আস্থা প্রস্তাবে ভোট দিয়েছেন বেশীর ভাগ পাক পার্লামেন্ট সদস্য৷

পাকিস্তানের ইতিহাসে এই প্রথম বার হল যে, বিরোধীরাও ইউসুফ রাজ গিলানির পক্ষে ভোট দিয়েছেন৷ বিরোধীরা গিলানির পক্ষে ভোট দিয়েছেন কারণ তারাও পাকিস্তানের শান্তি ও সুরক্ষা চান৷

মাওবাদীদের বিরুদ্ধে অভিযোগ আনল এনসি


শনিবার, 29 মার্চ 2008( 22:06 IST )
নির্বাচন হতে আর মাত্র কিছুদিন বাকি৷ আর এখনই নেপালে শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর তরজা৷ এবার অন্যান্য দলের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে নেপালের মাওবাদীরা৷ আর এই মাওবাদীদের বিরুদ্ধে অভিযোগ করলেন স্বয়ং নেপালি কংগ্রেস৷

নেপালি কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, সিপিএন(মাওবাদী) - রা নির্বাচনের বিধি নিয়ম মানছেন না৷ তাদের আরও অভিযোগ নেপালে যাতে সুষ্ঠু ভাবে নির্বাচন অনুষ্ঠিত তার জন্য সকল দলকেই চেষ্টা করতে হবে৷ কিন্তু মাওবাদীদের আচড়ণ খুব একতা উত্সহ ব্যঞ্জক নয়৷ নেপালি কংগ্রেসের অভিযোগ মাওবাদী ক্যাডারেরা এমন কিছু করছেন যা নির্বাচনকে বিনষ্ট করতে পারে৷

কংগ্রেসের আরও মাওবাদীদের আক্রমণের স্কীকার হচ্ছেন অন্যান্য দলের লোকেরা৷ যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না৷ তাই মাওবাদীদের তা বন্ধ করতে হবে৷ তবে মাওবাদীরা কংগ্রেসের এই অভোযোগ অস্বীকার করেছে৷

তিব্বতে দশ লক্ষ চীনার বাসস্থান


শনিবার, 29 মার্চ 2008( 20:46 IST )
অলিম্পিক খেলা শেষ হওয়ার পর তিব্বতে দশ লক্ষ চীনার বসবাসের জন্য ব্যবস্থা করা হবে বলে দালাই লামা শুক্রবার জানিয়েছেন৷ এই সিদ্ধান্ত তিব্বতের জনসংখ্যার অনুপাতকে ধ্বংস করবে বলে উনি জানান৷ এর সাথে তিব্বতের এই ধর্ম গুরু আরও জানান যে, চীনারা তিব্বতের সংস্কৃতি নষ্ট করতে চাইছে৷

তিনি তাঁর বক্তব্যে জানিয়েছেন, "আমাদের কাছে প্রমাণ রয়েছে যে চীনরা তিব্বতের জনসংখ্যা অনুপাত বদলানোর চেষ্টা করছে৷ বেজিং অলিম্পিকের পর 10 লক্ষ চীনা মানুষকে তিব্বতে বাসস্থানের ব্যবস্থা করা হবে"৷ পাঁচ লক্ষ চীনা ইতিমধ্যেই তিব্বতে রয়েছে বলে উনি জানান৷

সীমা পারাপার আটকাতে অভিযান


শনিবার, 29 মার্চ 2008( 18:48 IST )

অজান্তে সীমা পারাপার হয়ে যাওয়ার ঘটনা প্রাই ঘটে থাকে৷ এর ফলে কিছু নির্দোশ মানুষকে অকারণেই সাজা পেতে হয়৷ আর এই সমস্যা কমানোর জন্য ভারত ও পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহীনির তরফ থেকে দুই দেশের সীমান্তে বসবাসকারী জনগণকে সীমানার গুরুত্ব বোঝানোর জন্য একটি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে৷

ভারত ও পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহীনির উচ্চপদস্থ কর্তারা চার দিন ব্যাপী একটি মিটিংএ সিদ্ধান্ত নিয়েছেন যে দুদেশের সম্পর্ক সূদৃড় করতে এই অভিযানের চিন্তা ভাবনা করা হয়েছে৷ এই মিটিংএ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোন ব্যক্তি কে সীমা পারাপার করার সময় গ্রেপ্তার করা হলে 24 ঘন্টার মধ্যে তার তদন্ত শেষ করা হবে এবং তাকে তার দেশের হাতে তুলে দেওয়া হবে৷
সমগ্র পৃথিবী ডুবে যাবে অন্ধকারে!


শনিবার, 29 মার্চ 2008( 17:26 IST )
ND ND

চারিদিকে নিকষ কালো ঘন অন্ধকার৷ পৃথিবীর মোট 371টি শহর শনিবার সন্ধ্যাবেলা এক ঘন্টার জন্য অন্ধকারে ডুবে যাবে৷ এটা ভয়ের কোন কারণ নেই৷

এই সমস্ত শহরের লোকেরা নিজেদের ইচ্ছানুযায়ী এক ঘন্টার জন্য বিদ্যুতে চলা সমস্ত উপকরণ বন্ধ করে দেবে যাতে সমগ্র পৃথিবী গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাড়তে থাকা খারাপ প্রভাবের সম্বন্ধে জানতে পারে৷ এই এক ঘন্টার নাম রাখা হয়েছে 'আর্থ আওয়ার' মানে এক ঘন্টার জন্য পৃথিবী৷

জানা গেছে অস্ট্রেলিয়া, কানাডা থেকে আরম্ভ করে ফিজি পর্যন্ত মোট 371টি শহর এই আর্থ আওয়ারে অংশ নেবে৷ আজ তারা এক ঘন্টা মানে 60 মিনিটের জন্য বিদ্যুতের উপযোগ বন্ধ করে দেবে৷ এতে অফিস থেকে আরম্ভ করে ঘর সমস্ত কিছু শামিল আছে৷

রোম ও লন্ডনের মত শহর এতে অংশ নেয় নি, কিন্তু আশা করা হচ্ছে তারাও এই প্রক্রিয়াতে শেষ পর্যন্ত অংশ নেবে৷ এটি গতবছর শুধুমাত্র সিডনীতে আরম্ভ হয়েছিল৷ এর জনপ্রিয়তা এতটাই বেড়ে গেছে যে এবার 35টি দেশ অংশগ্রহণ করছে৷

ঠিক আটটা বাজতেই একঘন্টার জন্য বিদ্যুতের উপযোগ বন্ধ করে দেওয়া হবে৷ এমনকি এই একঘন্টা লোক ক্যান্ডেল লাইট ডিনারেও অংশগ্রহণ করবে না৷ এর ফলে গ্লোবাল ওয়ার্মিংয়ে অনেকটা উন্নতি আশা করা যাচ্ছে৷

ভারত ও চিনের কোন শহর এতে অংশ নেবে না৷ আয়োজকদের তরফে আশা প্রকাশ করা হয়েছে আগামী বছর আরও অনেক দেশ ও শহর এতে অংশ নেবে৷

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...