সবরজীতের ফাঁসি!
রবিবার, 16 মার্চ 2008( 19:20 IST )
কাশ্মীর সিং মুক্তি পাওয়ার পর আশা জেগে উঠেছিল সবরজীত সিংয়ের পরিবারের সামনে৷ সম্ভবত সেই আশা এবার মুছে যাবে, যদি না ভারত সরকারের পক্ষ থেকে কোনরকম ব্যবস্থা নেওয়া না হয়৷
পাকিস্তানের এক সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে জেল আধিকারীকদের কাছে সবরজীত সিংয়ের মৃত্যু পরোয়ানা এসে গেছে৷ সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে পয়লা এপ্রিলের মধ্যে সবরজীত সিংযের ফাঁসি হয়ে যাবে৷
যদিও সরকারিভাবে এই তথ্য স্বীকার করা হয় নি৷ প্রসঙ্গত 2003 সালে লাহোর হাইকোর্ট চারটি বোমা বিস্ফোরণ মামলায় তাকে অভিযুক্ত করে ফাঁসির সাজা শোনায়৷
2006 সালের মার্চ মাসে পাকিস্তানের সুপ্রীম কোর্ট সবরজীতের আপিল খারিজ করে ফাঁসির সাজাই রেখে দেয়৷ এরপরেও পাকিস্তান রাষ্ট্রপতি পারভেজ মুশারফের সামনে প্রাণভিক্ষার আপিল জানানো হয়, সেটা মুশারফ খারিজ করে দেন৷
এখন এই মুহুর্তে সবরজীতের পরিবারের কাছে ভগবান ছাড়া সবরজীতকে বাঁচানোর কেউ নেই৷
No comments:
Post a Comment