নতুন তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীর
কাশ্মীর, শনিবার, 23 ফেব্রুয়ারি 2008( 17:40 IST )
ফের ভূস্বর্গে নতুন করে তুষারপাত আরম্ভ হয়েছে৷ আজ সকাল থেকে নতুন করে তুষারপাতে সমগ্র কাশ্মীর উপত্যকা ঢেকে গেছে৷ এর সঙ্গে চলছে অনবরত বৃষ্টি৷
এর ফলে ফের একধাক্কায় তাপমাত্রা অনেকটা নিচে নেমে গেছে৷ কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে বানিহাল, বাতোতে, কাজিগুন্ড জায়গাতে যথাক্রমে 13.6, 13.2 ও 8.0 মিমি বৃষ্টি রেকর্ড করেছে৷ দক্ষিণ কাশ্মীরের কোকেরনার্গ অঞ্চলে 2.6 ও কূপওয়ারা অঞ্চলে 1.0 ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে৷
ভূস্বর্গ কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে 2.5 ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এর সঙ্গে 3.4 মিমি বৃষ্টিপাত সেখানে হয়েছে৷ জম্মুতে 1 মিমি বৃষ্টিপাতের সঙ্গে 14.2 ডিগ্রী সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে৷
ভাদেরওয়া ও কাটরা অঞ্চলে আজ সকাল 8.30টা পর্যন্ত যথাক্রমে 8.2 মিমি ও 2.5 মিমি বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে৷ সমগ্র কাশ্মীর উপত্যকায় এই বৃষ্টি চলছে গতকাল সন্ধ্যা থেকে৷ শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে৷
No comments:
Post a Comment