রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণায় টাকা উঠল ২২৫ পয়সা
মুম্বই: রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তে কিছুটা ঘুরে দাঁড়াল টাকা৷ লোকসভায় খাদ্যসুরক্ষা বিল পাশ হওয়ায় বুধবার এক ধাক্কায় ২৫৬ পয়সা পড়ে ডলার সাপেক্ষে ভারতীয় মুদ্রার বিনিময় দর হয় ৬৮.৮০ টাকা৷
এই অবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক বুধবারই ঘোষণা করে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে ডলার কিনতে হবে রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ কাউন্টার থেকে৷ দেশের সবচেয়ে বেশি ডলার প্রয়োজন হয় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির৷তারাখোলাবাজারথেকেডলারনাকেনায়ডলারেরচাহিদা করে, ফলে দাম বৃদ্ধিহয়৷ বৃহস্পতিবার ২২৫ পয়সাবেড়েটাকারবাজারপ্রতিমাসে গড়ে৭৫লক্ষটনঅপরিশোধিততেল আমদানিরজন্যইন্ডিয়ানঅয়েল,ভারতপেট্রোলিয়াম ও হিন্দুস্তানপেট্রোলিয়ামের ৮৫০কোটিমার্কিনডলারদরকার হয়৷ রিজার্ভফরেক্সবাজারেএইবিপুলডলারেরচাহিদাকমে গিয়েছে৷
ইন্ডিয়া ফরেক্স অ্যাডভাইজারসের সিইও অভিষেক গোয়েঙ্কা বলেন, 'স্পট বাজারে ডলারের চাহিদা কমানোর জন্যই এই সিদ্ধান্ত৷ ২০০৮ সালেও কেন্দ্রীয় ব্যাঙ্ক একই রকম সিদ্ধান্ত নিয়েছিল, স্বল্প মেয়াদে তাস্বস্তিদিয়েছিল৷ তাই এবারতাকতটাকার্যকরীহয়তাদেখতেহবে৷'
ব্যাঙ্ক অফ আমেরিকা মেরিল লিঞ্চ তাদের রিপোর্টে বলেছে, ফরেক্স সঞ্চয় বাড়াতে রিজার্ভ ব্যাঙ্ককে আরও উদ্যোগী হয়ে পদক্ষেপ করতে হবে৷ তারা মনে করে, একই রকম ভাবে চলতে থাকলে ২০১৪ সালের শেষেডলারের দাম৭৫টাকাস্পর্শকরতেপারে৷টাকারপতনেরছায়াপড়েছেলোকসভাতেও৷বিরোধীরা মনে করে দেশেআতঙ্কতৈরিহয়েছে৷প্রধানমন্ত্রীমনমোহনসিংওবলেন, দেশ এখন কঠিন অর্থনৈতিকপরিস্থিতিরমধ্যদিয়েচলেছে৷শুক্রবারতিনিবিবৃতিদিতেপারেন৷ইতিমধ্যেইঅবশ্যটাটাগোষ্ঠীরচেয়ারম্যানএমেরিটোস রতন নওলটাটাবলেছেন, ভারতের উপর আস্থাহারিয়েছেবিশ্ব৷
এ দিন আলপারি ফিনান্সিয়াল সার্ভিসের সিইও প্রমিত ব্রহ্মভট্ট বলেন, 'টাকার বিনিময় দর ৬৬.০০ থেকে ৬৭.৫০-এর মধ্যে থাকবে বলে মনে হচ্ছে৷' ডলারের পাশাপাশি এ দিন এদিন পাউন্ড, ইউরো এবং জাপানিইয়েনসাপেক্ষেওটাকারবিনিময়দরকমেছে৷ এ দিনশেয়ারসূচকওউঠেছে৷সেনসেক্সউঠেছে ৪০৫ পয়েন্টবা ২.২৫ শতাংশ৷প্রতিটিসেক্টরালসূচকওউঠেছে৷ তেল ও গ্যাসক্ষেত্রেরসবক'টি সংস্থারশেয়ারইছিল ঊর্ধ্বমুখী৷ তার পরেইরয়েছেমেটাল, এফএমসিজি ও ক্যাপিটালগুডস৷বৃহস্পতিবারনিফটিউঠেছে ১২৫ পয়েন্টবা ২.৩৫শতাংশ৷যে৩০টিসংস্থারহ্রাসবৃদ্ধিরউপরেসেনসেক্স সূচকনির্ভরশীল তার মধ্যেসবেচেয়েবেশিবেড়েছেসেসাগোয়ারশেয়ার দর৷
আমেরিকা সিরিয়া আক্রমণ করতে পারে বলে বুধবার অপরিশোধিত তেলের দাম বেড়েছিল৷ কিন্ত্ত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ দিন জানান, সিরিয়া আক্রমণের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত তাঁরা নেননি৷এর পরে বিশ্ববাজারেঅপরিশোধিততেলের দাম প্রায় ১ ডলারহ্রাস হয়৷
এই অবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক বুধবারই ঘোষণা করে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে ডলার কিনতে হবে রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ কাউন্টার থেকে৷ দেশের সবচেয়ে বেশি ডলার প্রয়োজন হয় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির৷তারাখোলাবাজারথেকেডলারনাকেনায়ডলারেরচাহিদা করে, ফলে দাম বৃদ্ধিহয়৷ বৃহস্পতিবার ২২৫ পয়সাবেড়েটাকারবাজারপ্রতিমাসে গড়ে৭৫লক্ষটনঅপরিশোধিততেল আমদানিরজন্যইন্ডিয়ানঅয়েল,ভারতপেট্রোলিয়াম ও হিন্দুস্তানপেট্রোলিয়ামের ৮৫০কোটিমার্কিনডলারদরকার হয়৷ রিজার্ভফরেক্সবাজারেএইবিপুলডলারেরচাহিদাকমে গিয়েছে৷
ইন্ডিয়া ফরেক্স অ্যাডভাইজারসের সিইও অভিষেক গোয়েঙ্কা বলেন, 'স্পট বাজারে ডলারের চাহিদা কমানোর জন্যই এই সিদ্ধান্ত৷ ২০০৮ সালেও কেন্দ্রীয় ব্যাঙ্ক একই রকম সিদ্ধান্ত নিয়েছিল, স্বল্প মেয়াদে তাস্বস্তিদিয়েছিল৷ তাই এবারতাকতটাকার্যকরীহয়তাদেখতেহবে৷'
ব্যাঙ্ক অফ আমেরিকা মেরিল লিঞ্চ তাদের রিপোর্টে বলেছে, ফরেক্স সঞ্চয় বাড়াতে রিজার্ভ ব্যাঙ্ককে আরও উদ্যোগী হয়ে পদক্ষেপ করতে হবে৷ তারা মনে করে, একই রকম ভাবে চলতে থাকলে ২০১৪ সালের শেষেডলারের দাম৭৫টাকাস্পর্শকরতেপারে৷টাকারপতনেরছায়াপড়েছেলোকসভাতেও৷বিরোধীরা মনে করে দেশেআতঙ্কতৈরিহয়েছে৷প্রধানমন্ত্রীমনমোহনসিংওবলেন, দেশ এখন কঠিন অর্থনৈতিকপরিস্থিতিরমধ্যদিয়েচলেছে৷শুক্রবারতিনিবিবৃতিদিতেপারেন৷ইতিমধ্যেইঅবশ্যটাটাগোষ্ঠীরচেয়ারম্যানএমেরিটোস রতন নওলটাটাবলেছেন, ভারতের উপর আস্থাহারিয়েছেবিশ্ব৷
এ দিন আলপারি ফিনান্সিয়াল সার্ভিসের সিইও প্রমিত ব্রহ্মভট্ট বলেন, 'টাকার বিনিময় দর ৬৬.০০ থেকে ৬৭.৫০-এর মধ্যে থাকবে বলে মনে হচ্ছে৷' ডলারের পাশাপাশি এ দিন এদিন পাউন্ড, ইউরো এবং জাপানিইয়েনসাপেক্ষেওটাকারবিনিময়দরকমেছে৷ এ দিনশেয়ারসূচকওউঠেছে৷সেনসেক্সউঠেছে ৪০৫ পয়েন্টবা ২.২৫ শতাংশ৷প্রতিটিসেক্টরালসূচকওউঠেছে৷ তেল ও গ্যাসক্ষেত্রেরসবক'টি সংস্থারশেয়ারইছিল ঊর্ধ্বমুখী৷ তার পরেইরয়েছেমেটাল, এফএমসিজি ও ক্যাপিটালগুডস৷বৃহস্পতিবারনিফটিউঠেছে ১২৫ পয়েন্টবা ২.৩৫শতাংশ৷যে৩০টিসংস্থারহ্রাসবৃদ্ধিরউপরেসেনসেক্স সূচকনির্ভরশীল তার মধ্যেসবেচেয়েবেশিবেড়েছেসেসাগোয়ারশেয়ার দর৷
আমেরিকা সিরিয়া আক্রমণ করতে পারে বলে বুধবার অপরিশোধিত তেলের দাম বেড়েছিল৷ কিন্ত্ত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ দিন জানান, সিরিয়া আক্রমণের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত তাঁরা নেননি৷এর পরে বিশ্ববাজারেঅপরিশোধিততেলের দাম প্রায় ১ ডলারহ্রাস হয়৷
No comments:
Post a Comment