BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Wednesday, August 28, 2013

সোনা ৩৩ হাজার, ছুঁতে পারে ৩৫ হাজার

সোনা ৩৩ হাজার, ছুঁতে পারে ৩৫ হাজার

সোনা ৩৩ হাজার, ছুঁতে পারে ৩৫ হাজার
এই সময়: কলকাতার বাজারে রেকর্ড করল সোনা৷ ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দর উঠল ৩৩,৭০০ টাকা৷ ১০ গ্রাম গয়না সোনার (২২ ক্যারাটের) দর হয়েছে ৩১,৯৭৫ টাকা৷ টাকার দাম রেকর্ড তলানিতে পৌঁছে যাওয়ায় মঙ্গলবার দেশের বাজারে চড়া দাম ওঠে সোনার৷ এ ছাড়া সোনার আমদানি উপর কড়াকড়ি জারি হওয়াতে দেশে সোনার সরবরাহে ব্যাপক টান পড়েছে৷ যার জেরে ঘরোয়া বাজারে সোনালি ধাতুর দাম বাড়ছে বলেই মত বিশেষজ্ঞদের৷ গত বছর ২৬ নভেম্বর, ধনতেরাসের সময় পাকা সোনার দর ছিল ৩৩,০০০ টাকা৷ সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে মঙ্গলবারের দর৷ সোনা কারবারিদের আশঙ্কা, ডলারের সাপেক্ষে টাকার দর আরও পড়লে খুব শীঘ্রই ৩৫ হাজারে পৌঁছে যাবে সোনার দাম৷


এ বছর এপ্রিল থেকে বিশ্ববাজারে সোনার দর পড়ছে৷ ১৫ এপ্রিল নাগাদ বিশ্ব বাজারে সোনার দাম পড়েছিল ২০ শতাংশ৷ মঙ্গলবারও লন্ডনের বাজারে সোনার দর তার সর্বোচ্চ মাত্রা থেকে ১৬ শতাংশ নীচে ঘোরাফেরা করেছে৷ বিশ্ববাজারে সোনার রেকর্ড দর রয়েছে ১৯২০ ডলার প্রতি ট্রয় আউন্স৷ এদিন বিশ্ববাজারে সোনার দর ছিল ১,৪১০ ডলার৷ টাকার দর ৫৩ বা ৫৪-র ঘরে থাকলে দেশের বাজারেও সোনার দর ২৫-২৬ হাজার টাকা হত৷ কিন্ত্ত টাকার অবমূল্যায়নে ভারতের বাজারে সোনার দাম জুনের শেষদিক থেকে এখনও পর্যন্ত ২৬ শতাংশ বেড়েছে৷ এদিন বিশ্ববাজারে রুপোর দামও ০.১ শতাংশ পড়েছে৷ কিন্ত্ত কলকাতায় কেজি প্রতি রুপোর দর ১৫০০ টাকা বেড়ে হয়েছে ৫৫,৩০০ টাকা৷ ব্যবসায়ীদের পূর্বাভাস কয়েকদিনের মধ্যে রুপোর কেজিও ৫৮ হাজার টাকা ছাড়াতে পারে৷ 

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...