BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Saturday, January 31, 2015

How many Ears any Head should own! Political Circus is the greatest reality Show! Bengal and Delhi being the most crucial epicenters of equation earthquake! Palash Biswas


How many Ears any  Head should own!
Political Circus is the greatest reality Show! Bengal and Delhi being the most crucial epicenters of equation earthquake!
Palash Biswas

এবার গ্রেফতার হওয়ার আশঙ্কা করছেন? মমতার মন্তব্যে জল্পনা

মুকুল রায়কে জেরার পর সিবিআই এবার তাঁর দিকেও হাত বাড়াতে পারে। তাঁকে গ্রেফতারও করা হতে পারে। কালীঘাটে দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে নিজের মুখেই এমন আশঙ্কার কথা শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ...  আরও»
  1. Former Union Minister Matang Sinh Arrested Over Saradha ...

  2. www.ndtv.com/.../former-union-minister-matang-sinh-arrested-over-sara...
  3. 3 hours ago - Former Union minister Matang Sinh has been arrested by the Central Bureau of Investigation or CBI over the Saradha chit fund scam.
  4. MATANG SINH

  5. www.matangsinh.com/
  6. In 1992, Matang was elected to Indian Parliament as a Member of the Rajya Sabha from his home state, Assam. Since 1990, Matang was actively engaged in ...

সুর কাটল তৃণমূলে, বেসুরে বাজছে মুকুলিত ধ্বনি

সুর কাটল তৃণমূলে, বেসুরে বাজছে মুকুলিত ধ্বনি
Friends,if you are in quest of pure entertainment in Indian freestyle,please continue to browse news channels which is showcasing the Political circus,the greatest reality show on this earth full of blood and flesh.Bengal and Delhi being the most surprising package with changing equations day to day.No wonder that  Former Press Council chairman Markandey Katju has again erupted another controversy by tweeting that BJP leader Shazia Ilmi is much more beautiful than the party's chief ministerial candidate Kiran Bedi.

For an instance,Sardha Ponzi scam is no less than a suspense thriller as everyone knows the criminals and everyone has the details of the crime,but the investigation seems never ending though unfolding yet another suspense daily.

We never know how many Ears any  Head should own!Everyone seems to be an ear of the Head is caught and still,the head seems to be far away.

TMC second in command has perhaps a setting as he answered every question asked by CBI team and his statement is legally recorded as evidence as BJP leaders engaged themselves not to have any setting as Mukul Roy returned unarrested.

Didi at Home is trimming and streamlining her party for the ultimate result from CBI while yet another wicket falls and it is yet another heavyweight,mind you.Who rebuked the mediapersons  as you may be media but I am media owner.

The media owner, the fund manager for TMC campaign since 2011 is behind the bars.

For instance,take Delhi where the Crane Bedi  we knew to crane the Car of Mrs Indira gandhi all these years disclosed neither it was Indira`s car nor she craned the car belonging to PMO.

Delhi elections seems to project the future of digital India which has reduced the election in well paid up digital magic show.The Finance Minister of India is sitting there to ensure that lotus should bloom on every inch of delhi within a month of Budget.No less than one hundred and twenty members of Parliament have to wait in the wings for an emergency call and the ministery is reduced into a set of campaigners.

The Prime minister seems to be relaxed after the so much so friendship hype,a parade turned into prode with excellent fashion statement and finally a rare dog show on the red carpet.
The magician has thrown his precious hat into the arena of delhi Bull Fight.

Indian media has no other issue that this political circus!

Perhaps its the demonstration of minimum governance!

In Kolkata,those who passed SSC examinations and have not got a job after a prolonged wait have captured the SSC building and they are on hunger strike,the young men and young women are on hunger strike for four days screaming HOKALODAN.NO media coverage wahtsoever!

In Kolkata,we have no water to drink,no drainage no oxygen to breathe but we are going to have the first WI FI metro!

This is the face of the DIGITAL Biometric India to be fed on nuclear energy thanks to US supplied nuclear reactors and a well known lawyer turned politician ,the lawyer of Dow Chemicals who saved Anderson,Union Carbide and DOW Chemicals and ensured four billion dollars investment in Indian INFRA sector beside the nuclear energy and weapons of all kinds. It is Green waiver for all multinational companies and as free flow of foreign capital ensured LIC and SBI funds along with the capital of PSBs engaged in unprecedented drive for complete privatization.It is high speed deparure for Hujarat PPP Model of genocide and the ethnic cleansing enhanced with conversion of Non Hindu Adivasi people in the wombe of all agrarian insurgencia and agrarian uprisings.

Lotus is blooming so much so that no deodorant needed.Japani Oil to boost patriarchal genitilas have been taken over all types of Jantra Mantra and Tantra.Lotus is not only blooming its blasting all the way.Even the Book fair is not spared ,the place is used for reincarnation on Nathuram Godse and RSS drives membership there.
And the Sardha grand drama!
Former union minister Matang Singh was on Saturday arrested by the CBI in connection with the multi-crore rupees Saradha scam after he was grilled for over seven hours.

Sinh has been arrested in connection with Saradha Realty case on charges of criminal conspiracy and cheating, CBI spokesperson said.

He had been earlier questioned by the Enforcement Directorate too in connection with Saradha scam in Delhi.

Sinh was questioned for more than seven hours by the investigating agency, he added.

BJP national secretary Siddharth Nath Singh on Saturday demanded that the CBI should question Chief Minister Mamata Banerjee in connection with the multi-crore Saradha scam saying there should not be different yardsticks for two people.
"CBI should interrogate Mamata Banerjee because the probe agency can't have two different yardsticks for two people. There was a meeting between Saradha chief Sudipta Sen, Banerjee and Mukul Roy in Delo in Darjeeling district, which Roy had publicly admitted. "If the CBI called Mukul Roy for interrogation, then they should also call Banerjee under the same rule," Singh, who is in-charge of the party's state affairs said.
Stating that "dissidence in the TMC is growing every passing day," the BJP leader said the party would not induct any Saradha scam-tainted leader when asked about the possibility of Roy joining the saffron party.
Saradha scam: Like Mukul Roy, CBI should question Mamata Banerjee, says BJP
"CBI should interrogate Mamata Banerjee because the probe agency can't have two different yardsticks for two people," BJP national secretary Siddharth Nath Singh said.
Referring to the February 13 bye-election to Bongaon Lok Sabha and Krishnagunj Assembly seats, he said development, Saradha scam, corruption and citizenship to Bangladeshi refugees would be the issues highlighted by the party.
Singh said the Narendra Modi government extended all help to Bengal, which was proven by the fact that two Union ministers had attended the Bengal global business summit in Kolkata and over Rs 70,000 crore investment was made by the Centre in different projects.

আজকালের প্রতিবেদন: আমরা শুধু স্লোগান, ভাষণ দিই না৷‌ কাজ করি৷‌ যারা ভাষণ দেয়, তারা রেশন দেয় না৷‌ তাই তারা টিকে থাকতে পারে না৷‌ শুক্রবার চেতলা বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷‌ চেতলায় বুস্টার পাম্পিং স্টেশন-সহ জল পরিশোধনাগারেরও উদ্বোধন করেন তিনি৷‌ মুখ্যমন্ত্রী বলেন, আমরা মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার থেকে পথে নেমে কাজ করায় বিশ্বাসী৷‌ তাই মাত্র সাড়ে তিন বছর সময়ে আমরা কলকাতার ছবিটা বদলে দিয়েছি৷‌ কলকাতাকে সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা 'আইডিয়া' দিয়ে কাজ করেছি৷‌ আমাদের একটা 'ভিশন' রয়েছে৷‌ সেই ভিশনকে মিশন করে কাজ করতে হবে৷‌ কলকাতাকে সাজিয়ে লন্ডন করে তোলার কথা বলেছিলাম৷‌ গঙ্গার ওপর লন্ডনের মতো 'কলকাতা আই' করা হচ্ছে৷‌ আমাদের এই কাজ নিন্দুকরা দেখতে পায় না৷‌ নিন্দুকরা তো নিন্দে করবেই৷‌ তার জন্য আমাদের কাজ বন্ধ হবে না৷‌ কলকাতাকে নীল-সাদা রঙ করা নিয়েও নিন্দুকরা সমালোচনা করে৷‌ জয়পুর যদি পিঙ্ক সিটি হতে পারে, তা হলে কলকাতা নয় কেন? ইংরেজ আমলে জয়পুর শহর পিঙ্ক রঙ দিয়ে সাজানো হয়েছিল৷‌ কলকাতারও অনেক পুরনো বাড়ি লাল রঙ করা রয়েছে৷‌ পিঙ্ক সিটির ভাবনা থেকেই কলকাতাকে আকাশি নীল-সাদা রঙ করা হয়৷‌ ক্যাটকেটে লাল বা সবুজ রঙ করলে বলবে সি পি এম বা তৃণমূলের রঙ৷‌ তাই অনেক ভাবনাচিম্তা করে এই রঙ করার সিদ্ধাম্ত৷‌ সেখানেও নিন্দুকেরা সমালোচনা করেছে৷‌ নিজেরা কখনও ভাবেনি, করেনি৷‌ আজ শহরবাসী কলকাতার জন্য গর্বিত৷‌ শহরের কোথাও এখন বৃষ্টি হলেও সেভাবে জল জমে না৷‌ রাস্তার ধারে কোথাও ময়লা পড়ে থাকে না৷‌ কোথাও জলের সমস্যা নেই৷‌ আমায় কখনও কোনও কিছুর জন্য কলকাতা পুরসভার কাছে দাবি করতে হয়নি৷‌ আমি গাড়ি করে যাওয়ার সময় ঘুমোই না৷‌ চোখ-কান খুলে রাখি৷‌ রাস্তার ধারে যখন যেখানে সমস্যা দেখতে পাই, তখনই ফোনে কখনও শোভন, কখনও ববিকে জানাই৷‌ ওরা সমানে কাজ করে চলেছে৷‌ আর বন‍্ধ, অবরোধ করে নিন্দুকেরা সারাক্ষণ চক্রাম্ত করে চলেছে৷‌ চক্রাম্ত করে আমাদের কাজ বন্ধ করা যাবে না৷‌ ত্রিফলা বাতিস্তম্ভ নিয়েও সমালোচনা শুরু করে ওরা৷‌ মানুষের যেটা ভাল লাগে, সেটাই আমরা করি৷‌ চেতলা সংলগ্ন এলাকায় জলের সমস্যা ছিল৷‌ ডিপ টিউবওয়েলের জলের ওপর ভরসা করতে হত৷‌ এবার মানুষ পরিশুদ্ধ পানীয় জল পাবেন৷‌ ২৫ কোটি টাকা খরচ করে এই বুস্টার পাম্পিং স্টেশন ও জল পরিশোধনাগার করা হয়েছে৷‌ কলকাতা পুরসভা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করেছে৷‌ জলের সমস্যা মেটাতে কিছু দিন আগে ধাপায় জয় হিন্দ প্রকল্প করা হয়েছে৷‌ আমাদের আর্থিক অনটনের মধ্যেও দিল্লির মতো জলে ট্যাক্স নিই না৷‌ আগে বলা হত, পশ্চিমবঙ্গ সরকার লোডশেডিংয়ের সরকার৷‌ আর এখন আমরা পাওয়ার ব্যাঙ্ক করছি৷‌ শিল্প, কৃষি, স্বাস্হ্য– সবেতেই রাজ্য প্রথম স্হানে রয়েছে৷‌ চেতলা বুস্টার পাম্পিং স্টেশনের পাশে একটি সুন্দর পার্ক করে দেওয়ার জন্য মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷‌ সুব্রত বক্সির সাংসদ তহবিল থেকে এর জন্য ৫ লক্ষ টাকা অনুদান দিতেও বলেন মুখ্যমন্ত্রী৷‌ অনুষ্ঠানে কলকাতা পুরসভার মহানাগরিক শোভন চ্যাটার্জি জানান, এই বুস্টার পাম্পিং স্টেশন থেকে দেড় কোটি গ্যালন জল পাওয়া যাবে৷‌ সিরিটি, সাউথ ক্যানেল, ঠাকুরপুকুর, বেহালা পূর্ব, জোকা, বরিশা, ১২৩, ১১৫, ১১৭, ১১৬, ১২১, ১২৪ ও ১২৬ নম্বর ওয়ার্ডে জল পাওয়া যাবে৷‌ শহর পরিষ্কার রাখতে ৫০ কোটি টাকা খরচ করে ৫০টি জায়গায় আধুনিক ভ্যাট বসানো হচ্ছে৷‌ ২০১২ সালে মুখ্যমন্ত্রী এই বুস্টার পাম্পিং স্টেশনের শিলান্যাস করেন৷‌ তার পর আজ তিনিই এই প্রকল্পের উদ্বোধন করলেন৷‌ এদিন কলকাতা পুরসভার ওয়েবসাইট mycity.com-এর উদ্বোধন করেন৷‌ একই সঙ্গে পুরসভার ফেসবুক অ্যাকাউন্টও খোলা হয়৷‌ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মমতাদির কাছে এখানকার মানুষ জলকষ্টের কথা জানিয়েছিলেন৷‌ তার পরই তিনি নির্দেশ দেন এখানে বুস্টার পাম্পিং স্টেশন করার৷‌ এদিন ছিলেন ডেপুটি মেয়র ফরজানা আলম, মেয়র পারিষদ তারক সিং, মিতালি ব্যানার্জি, দেবব্রত মজুমদার, পার্থপ্রতিম হাজারি, মনজুর ইকবাল, বরো ৯-এর চেয়ারম্যান অনিলকুমার মুখার্জি, সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র, পুরসভার আধিকারিক প্রমুখ৷‌


সব্যসাচী সরকার ও সোমনাথ মণ্ডল



সারদা-কাণ্ডে সি বি আইয়ের প্রশ্নের জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়৷‌ পরে সি বি আই দপ্তর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, আমি চাই সত্য উঞ্জাটিত হোক৷‌ সবরকম সহযোগিতা করব৷‌ তদম্তকারী সংস্হা যখনই ডাকবে, আমি আসব৷‌ তদম্তে সবারই সহযোগিতা করা উচিত৷‌ গরিব আমানতকারীরা টাকা ফেরত পাক৷‌ শুক্রবার পৌনে ১১টা নাগাদ মুকুল রায় বিধাননগরের সি জি ও কমপ্লেক্সে যান৷‌ বাইরে তখন অসংখ্য তৃণমূল কর্মী-সমর্থক অপেক্ষা করছেন৷‌ ভেতরে সংবাদমাধ্যমের ভিড়৷‌ দুধসাদা স্করপিও থেকে মুকুল রায় নেমে সাংবাদিকদের দু-একটি প্রশ্নের উত্তর দেন৷‌ বলেন, আমি আগেই বলেছিলাম, নির্দিষ্ট দিনে সি বি আই দপ্তরে যাব৷‌ এসেছি৷‌ আবারও বলছি, আমি কোনও অনৈতিক কাজে জড়িত নই৷‌ সি বি আই দপ্তরে পৌঁছনোর পর তাঁকে যুগ্ম্মঅধিকর্তা রাজীব সিংয়ের ঘরে নিয়ে যাওয়া হয়৷‌ সেখানে অপেক্ষায় ছিলেন তিনজন সি বি আই কর্তা৷‌ নিশ্ছিদ্র নিরাপত্তা ছিল সি জি ও কমপ্লেক্স জুড়ে৷‌ মুকুল রায়কে একটি চেয়ারে বসতে বলা হয়৷‌ সি বি আইয়ের কর্তারা তাঁকে স্যর বলে সম্বোধন করেন৷‌ দেওয়া হয় চা-বিস্কুট৷‌ একটু বিশ্রাম নেন তিনি৷‌ ১১টা ১৫ মিনিট থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়৷‌ ছিলেন যুগ্ম্মঅধিকর্তা ছাড়াও ডি আই জি, এস পি পদমর্যাদার অফিসাররা৷‌ ছিলেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের কয়েকজন আধিকারিক৷‌ উল্লেখ্য, ১২ জানুয়ারি সারদা-কাণ্ডে মুকুল রায়কে প্রথম নোটিস দেয় সি বি আই৷‌ তিনি ১৫ দিন সময় চেয়ে নেন৷‌ পরে সি বি আই ৭ দিন মঞ্জুর করে৷‌ মুকল রায় তখনই জানিয়েছিলেন, তদম্তে সহায়তা করবেন৷‌ বলেছিলেন, আমি কোনও অনৈতিক কাজ করিনি৷‌ এর পর সি বি আই তাঁকে ফের ই-মেল করে৷‌ তখন মুকুল রায় দিল্লিতে৷‌ সি বি আইকে উত্তরে ২৮, ২৯, ৩০ জানুয়ারি তিনটি তারিখ জানান৷‌ সি বি আই তাঁকে ৩০ জানুয়ারি আসতে বলে৷‌

সি বি আই যা জানতে চাইল....৷‌

দু'দফায় সি বি আই জেরা করে মুকুল রায়কে৷‌ সকাল ১১টা ১৫ মিনিট থেকে জেরা শুরু হয়৷‌ ছিলেন যুগ্ম্মঅধিকর্তা-সহ চার জন৷‌ সি বি আই সূত্রে জানা গেছে, ১- প্রথমেই তাঁর কাছে জানতে চাওয়া হয় সারদার আমানতকারীদের বিক্ষোভের বিষয়ে৷‌ তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁদের কথা শুনেছিলেন বলে জানিয়েছেন৷‌ কেন আমানকারীরা বিক্ষোভ করছেন, তখনই তিনি জানতে পারেন৷‌ এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার আশ্বাস দেন বলে তদম্তকারীদের জানান মুকুল রায়৷‌ ২- প্রশ্ন করা হয়, সারদা চিটফান্ডের বিষয়ে তিনি কী জানেন? মুকুল রায় বলেন, সংবাদমাধ্যমের থেকেই বেশির ভাগটা জেনেছি৷‌ পরে আমানতকারীদের কাছ থেকে বাকি বিষয়টি জানি৷‌ ৩- সারদা-কর্তার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল কি না, জানতে চাওয়া হয়৷‌ ৪- পাশাপাশি ডেলো বাংলো-সহ বিভিন্ন বৈঠকের কথা জানতে চাওয়া হয়৷‌ দুটি ক্ষেত্রেই তিনি নাকি সরাসরি উত্তর না দিয়ে এড়িয়ে যান বলে সি বি আই সূত্রে খবর৷‌ তদম্তকারীদের মুকুল বলেন, আমি কোনও অনৈতিক কাজে জড়িত নই৷‌ এর পর প্রশ্ন করা হয়, সুদীপ্ত রাজ্য ছেড়ে পালানোর সময় তাঁর সঙ্গে কি যোগাযোগ করেছিলেন? এ বিষয়টি তিনি সম্পূর্ণ অস্বীকার করেন৷‌ যদিও সি বি আই কয়েক দিন ধরে সারদা কর্তা-সহ বেশ কয়েকজনকে জেরা করে এই প্রশ্নগুলির উত্তর বার করার চেষ্টা করেছে৷‌ সি বি আই যে তথ্য পেয়েছে, তার সঙ্গে মুকুল রায়ের বয়ানের একটি রিপোর্ট এদিন রাতেই দিল্লিতে পাঠানো হয়েছে৷‌ রাতে সি বি আইয়ের মুখপাত্র কাঞ্চন প্রসাদের কাছে জানতে চাওয়া হয় মুকুল রায়কে ফের নোটিস দেওয়া হবে কি না৷‌ এ প্রশ্নের উত্তরে তিনি জানান, তদম্ত চলছে৷‌ তদম্তকারীরা এটা ঠিক করবেন৷‌ সি বি আই সূত্রে খবর, কয়েক দিনের মধ্যেই ফের তাঁকে ডাকা হতে পারে, নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের উত্তর জানার জন্য৷‌

উদ্বিগ্ন শুভ্রাংশুকে ফোন, বাবা আসছি....৷‌

মুকুল রায়কে যখন জিজ্ঞাসবাদ করা হচ্ছে, তখন সি জি ও কমপ্লেক্সের অদূরে বি এফ ব্লকের একটি সুইমিং ক্লাবে উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছিলেন ছেলে বিধায়ক শুভ্রাংশু রায়, বিধায়ক শিউলি সাহা, সব্যসাচী দত্ত, পরেশ পাল-সহ তৃণমূল নেতারা৷‌ সি জি ও কমপ্লেক্সের বাইরে বেলা যত গড়িয়েছে, ততই বেড়েছে সমর্থকের ভিড়৷‌ প্রত্যেকেরই চোখেমুখে উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট৷‌ প্রত্যেকেই ঘন ঘন ফোন করে পরিস্হিতির জানান দিচ্ছেন৷‌ চেনা সাংবাদিকদের ফোন করে জানতে চেয়েছেন, কিছু খবর পাওয়া গেল? বাইরে বেলা যত গড়িয়েছে, সি বি আই কী জানতে চাইছে, মুকুল রায় কী উত্তর দিচ্ছেন– এই 'ভেতরের খবর' জানার জন্য ঘন ঘন সবাই কোথায় কোথায় যেন ফোন করছেন৷‌ এরই মধ্যে সি বি আইয়ের আইনজীবী পার্থসারথি দত্ত দপ্তরের বাইরে এসে তাঁর গাড়িতে উঠে বেরিয়ে যান৷‌ আরও এক দফা পরিস্হিতি নিয়ে আলোচনা শুরু হয়৷‌ বেলা ২টো নাগাদ হঠাৎ রটে যায় মুকুল রায় বেরিয়ে আসছেন৷‌ সি জি ও কমপ্লেক্সের বাইরে থাকা কর্মী-সমর্থকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়৷‌ কিন্তু মুকুল রায় তখনও বেরোননি৷‌ বেলা ৩টে ১০ মিনিটে সব্যসাচী দত্তের মোবাইলে একটি ফোন আসতেই তিনি সি বি আই দপ্তরের গেটের কাছে ছুটে যান৷‌ সঙ্গে সঙ্গে অজস্র টিভি ক্যামেরা ও সাংবাদিক, চিত্রসাংবাদিকরা ছুটে যান৷‌ মুকুল রায় বেরিয়ে আসছেন৷‌ বাইরে তখন হুড়োহুড়ি শুরু হয়ে গেছে৷‌ অন্যদিকে সি জি ও কমপ্লেক্সের বাইরে অপেক্ষমাণ কর্মী-সমর্থকেরা জেনে গেছেন, মুকুল রায় বেরিয়ে আসছেন৷‌ তাঁরা 'মুকুল রায় জিন্দাবাদ' ধ্বনি দেন৷‌ ঠিক যেভাবে সি বি আই দপ্তরে তাঁরা স্লোগান দিয়েছিলেন৷‌ পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরেন আনন্দে৷‌ কিন্তু সংবাদমাধ্যমের হুড়োহুড়ি, পুলিসের সঙ্গে সমায়িক ধাক্কাধাক্কি, এ সমস্ত দেখে মুকুল রায় আবার ভেতরে চলে যান৷‌ ছিলেন প্রায় ২০ মিনিট৷‌ পাশে এক অনুগামীকে বলেন, ছেলের ফোনটা ধরিয়ে দে৷‌ তিনি ফোন করেন শুভ্রাংশুকে৷‌ বলেন, আমি আসছি৷‌ সুইমিং পুলের কাছে থাকো৷‌ বিধায়ক শিউলি সাহার সঙ্গেও তিনি ফোনে কথা বলেন৷‌ তিনি পরিবারের সঙ্গেও ফোনে যোগাযোগ করেন৷‌ এর পর পরিস্হিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, আমার যা বলার সুইমিং পুলের কাছে আসুন, বলব৷‌ মুকুল রায়কে প্রায় ঘিরে ধরে অনুগামীদের কয়েকজন ও পুলিসকর্মীরা গাড়িতে তুলে দেন৷‌ গাড়ি এসে সি জি ও কমপ্লেক্সে থমকে দাঁড়ায়৷‌ তখন ঘন ঘন চলছে 'মুকুল রায় জিন্দাবাদ' স্লোগান৷‌ ফুলের পাপড়ি উড়ে আসে গাড়িতে৷‌ আবির খেলা শুরু হয়৷‌ গাড়ি রওনা হয় সুইমিং পুলের দিকে৷‌ পেছনে কাতারে কতারে কর্মীরা আসতে থাকেন৷‌

মুকুল যা বললেন৷‌...৷‌

বি এফ ব্লকের সুইমিং পুলের পাশে সমর্থকদের ভিড়ের মধ্যে গাড়ি থামল মুকুল রায়ের৷‌ তিনি নামলেন৷‌ অনুগামীরা তাঁর হাতে মাইক এগিয়ে দিলেন৷‌ সেখানে হাজির ছিলেন সাংবাদিকরা৷‌ মুকুল রায় বললেন, মানুষ যেভাবে উজাড় করে ভালবাসা দিয়েছেন, কোচবিহার থেকে কাকদ্বীপ, কর্মীদের যে ভালবাসা পেয়েছি, আমি কৃতজ্ঞ৷‌ প্রথম দিন থেকে যা বলছি, আজও তা-ই বলছি, আমি কোনও অনৈতিক, বেআইনি কাজ করিনি৷‌ জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনায়েড. আগামী দিনেও সি বি আইকে সবরকম সাহায্য করব৷‌ দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে৷‌ তাঁর কাছে জানতে চাওয়া হয়, আপনি কী বলেছেন৷‌ তিনি বলেন, তদম্তের স্বার্থে এ সমস্ত গোপন রাখাই ভাল৷‌ রাজনৈতিক এবং আইনি– দু'ভাবেই লড়াই চলবে৷‌ তদম্তেও সাহায্য করব৷‌ তিনি বলেন, সি বি আই সূত্র উল্লেখ করে যা বলা হচ্ছে, সব মিথ্যে৷‌ বিধাননগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ড কমিটির অফিসে তিনি আসেন৷‌ প্রায় এক ঘণ্টার বেশি সেখানে ছিলেন৷‌ ওই ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্ত তাঁর সঙ্গে সর্বক্ষণ ছিলেন৷‌ এ ছাড়াও ছিলেন ছেলে শুভ্রাংশু, সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক পার্থ ভৌমিক, তৃণমূল নেতা অলোক দাস, শাম্তনু সেন, হাজি নুরুল ইসলাম, সৌরভ চক্রবর্তী৷‌


Lotus at stake in Delhi
I've come to reinstate Delhi and fix the damage that was caused in the last 15 years, Prime Minister Narendra Modisaid on Saturday, addressing a rally in Delhi's Vishwas Nagar in the run up to the upcoming elections.
The people of Delhi had voted last time with high hopes, but the same people back-stabbed them, created a situation of instability and ran away from responsibility, he said. But they were suitably punished in the Lok Sabha polls, he added.
"You must check the track record of the big-talkers around you," Modi said, adding that "You can fool someone, but only once."
This government is for the poor, dedicated to serve the poor, he said, outlining that they had decided to upgrade all slums into apartment blocks. "By the time we celebrate the 75th year of independent India, we will ensure that all slums are replaced by cemented houses," he said.
"Earlier even when Haryana and Delhi were under Congress rule, Delhi suffered from water shortage. But as soon as BJP came to power in Haryana, the Chief Minister decided to solve this problem and share its water with Delhi. When good people take over governance, good results come out of it and this is the perfect example of it," Modi said.
"The people of Delhi gave us seven seats in the Lok Sabha elections. I believe the same people will help us reach majority this time as well. Delhi needs people who have an experience of running a government. Kiran Bedi has experience of governance, strong shoulders and strong decisions. I believe she will develop Delhi," Modi said.
"We have honestly returned the subsidy amount back to the people's bank accounts, and no middlemen have taken the money. Within such a short time, we knocked on every poor man's door. We asked them to open a bank account, and with this an amount of Rs 1 lakh accident insurance was given to them. We don't talk about it, but act upon it," he said
Talking about US president Barack Obama's recent visit to India, he said that some people had raised several questions. "I want to ask these intellectuals, if Obama had only done a namaste and watched the Republic Day parade, wouldn't these enemies have thrashed us for a wasteful visit by such a great world leader? Wouldn't they have used this chance to insult us every time?"
"If the world is looking at India and wants to have better relations with us, then the reason is not Modi, but you, the voters of India. After 30 years in the history of India, the citizens of India brought the BJP to power with the highest number of votes. And because of this, when any world leader, shakes hands with Modi and looks into Modi's eyes, he doesn't see Modi, he sees 125 crore Indians," he said.

Search Results

  1. Kiran Bedi Will Take Delhi to New Heights, Says PM Modi at Poll Rally

  2. NDTV-3 hours ago
  3. With seven days to go for the Delhi assembly polls, the BJP has stepped up its campaign in the city, and on Saturday Prime Minister Narendra ...
  4. Economic Times-2 hours ago
  5. Firstpost-2 hours ago
  6. Zee News-5 hours ago
  7. Daily News & Analysis-4 hours ago
  8. Explore in depth (851 more articles)
  9. 'Kiran Bedi a Bit Unconventional, But Delhi Needs a Leader Like Her ...

  10. NDTV-8 hours ago
  11. New Delhi: Kiran Bedi, recently missing in the BJP's Delhi election posters, has got an important thumbs up from top leader and finance ...
  12. Kiran Bedi Missing From Posters as BJP's Big Guns Campaign for ...

  13. NDTV-14 hours ago
  14. The BJP's chief ministerial candidate Kiran Bedi is missing from posters ... Many BJP posters in Delhi constituencies now feature only Prime ...
  15. LIVE: PM Narendra Modi calls Kiran Bedi experienced, determined ...

  16. Zee News-3 hours ago
  17. 16:52: Delhi needs people who have an experience of running government. Kiran Bedi knows Delhi like back of her hand. She is strong and ...
  18. Shazia Ilmi more beautiful than Kiran Bedi, could have won BJP ...

  19. Zee News-30-Jan-2015
  20. New Delhi: Justice Markandey Katju has done it again. ... Ilmi is much more beautiful than the party's chief ministerial candidate KiranBedi.
  21. indiatvnews.com (press release) (blog)-13 hours ago
  22. Explore in depth (35 more articles)
  23. Kiran Bedi appears in danger of losing both the Delhi poll battle and ...

  24. Firstpost-28-Jan-2015
  25. Is Kiran Bedi turning out to be the Weygand of the battle for Delhi? The signs are ominous. Bedi's election rallies are not attracting big crowds ...
  26. NDTV-29-Jan-2015
  27. Explore in depth (1,144 more articles)
  28. PM Narendra Modi slams 'backstabber' AAP, praises Kiran Bedi

  29. Hindustan Times-3 hours ago
  30. Security has been stepped up for Narendra Modi's rallies in Delhiafter ... Kiran Bedi is the right person for the job and for Delhi," he said. Bedi ...
  31. Delhi polls: Suffering with a sore throat, Kiran Bedi campaigns ...

  32. Daily News & Analysis-21 hours ago
  33. Kiran Bedi also shared her 'Vision for Delhi' on Twitter, with the latest being a 20-point plan for Housing, Civic Infrastructure and Transportation ...
  34. Economic Times-29-Jan-2015
  35. Explore in depth (21 more articles)
  36. Kiran Bedi Seen Gifting Necklaces, AAP Alleges She Bribed Voters

  37. NDTV-29-Jan-2015
  38. New Delhi: Kiran Bedi, the BJP's presumptive chief minister, has been accused of poll violation by the Aam Aadmi Party, after she was seen ...
  39. Delhi elections 2015: If I lose election, will go back to speaking ...

  40. Times of India-9 hours ago
  41. Amid hectic campaigning for the Delhi assembly elections, BJP's chief ministerial candidate, Kiran Bedi, tells Sagarika Ghose that she is a team ...

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...