BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Tuesday, October 1, 2013

ভোজবাজি,ইলিশে ইলিশ বাঙালি

ভোজবাজি,ইলিশে ইলিশ বাঙালি


পলাশ বিশ্বাস

সারা বিশ্ব জানে বাঙালি ভোজন রসিক

রাতদুপুরে ভোজ প্রব শেষ করে

আন্ডা বাচ্চা নিয়ে

ঘরে ফেরে বাঙালি

বাঙালি বলতে এমন জাতি

যারা শুধু খেতে আর

শুতে জানে


সাইক্লোন হলেও

থামবে না অসুর নিধন

উত্সব অসুরদেশে

সবাই আমরা উঁচু জাত

জাত পাতের উর্দ্ধে বাঙ্গালি

সামাজিক ন্যায় এটাই

মহিষমর্দিনী আরাধণায়

অসুরদের ভূমিকা

প্যান্ডেল দেখা পর্যন্ত সীমাবদ্ধ

অব্রাহ্মণের স্পর্শে

দেবীর ভোগ অপবিত্র


শ্রীনিকেতন সোদপুরে

মাছি গলা মুশ্কিল

গড়িয়াহাটে প্রচন্ড ভিড়

কলকাতা হাওড়া দুর্গাপুর

আসনসোল শিলিগুড়ি

বাঙালি উপনিবেশে

সর্বত্রই পুজোর ধূম


টিভিতে বিতর্ক প্যাণেল

হঠাত ভ্যানিশ

কেনা কাটা লেনদেন

খবরের কাগজে,টিভিতে

অনলাইন,দেশের যা হোক

তা হোক,গোল্লায় যাক্

বাংলা বাঙালির কি


পাসের বাড়ির খবর

রাখে না বাঙালি

প্রতিবত্সর নিয়ম মাফিক

নিম্নচাপ বাজার আগুন

বোনাসের ভোজবাজি চালু

মহার্ঘ ভাতায় স্টেটাস

তা যদি না হয়

কিস্তিতে বাজিমাত

সারা বছর নাক উঁচু


বাংলা খবরের কাগজে

অর্থনীতি নিয়ে কোনো

খবর হয় না

সামকালীন সমাজ বাস্তব

আলোচনার বিষয় নয়

ব্রাত্যরাই সবার আগে

রাজনীতির বলি উত্সবে

জলমগ্ন বাংলার ছবি হয় না


পুজো কভার করতে

কিন্তু বাংলা কাগজের

বাঘা বাঘা সাংবাদিক

পাড়ি দিচ্ছে সাগর পার

আমেরিকা ইউরোপ

বাঙালিয়ানার সর্বশ্রেষ্ঠ

অভিব্যক্তি উত্কর্ষ

অরনিধনে,অসুর বাঙালি

মজেছে অসুর নিধনে


বাংলায় একচেটিয়া

আধিপাত্যে অভ্যস্ত আমরা

বহুদিন বাদে রঙ বদলেছে

বাংলায়,রঙ্গ বদলায়নি বঙ্গে

সমাজে,জীবনে প্রতিটি ক্ষেত্রে

আমরা পুজারি অধীন

ব্রাত্য যযমান

দান দক্ষিণায়

বারো মাসে তেরো পার্বণ

আর্যাবর্ত পিছড়া

বৌদ্ধময় অসুর বাংলা

আর্যত্বে সর্বশ্রেষ্ঠ


অর্থব্যবস্থায় বহিস্কৃত

আমাদের কি আসে যায়

আমাদের ট্যাক্সে

ভোটব্যান্ক বিকিকিনি

আমাদের কি আসে যায়

আমরা শুধু ট্যাক্স গুনি

সুশান্ত নাগরিক সমাজ

আমরা,নাগরিক অধিকার

লক্ঙ্ঘিত হল কিনা

ধর্ষিতার পরিবারেও

চাকরির টোপ রামবাণ

টাকা পেলেই চলে ভুরি ভোজ

আন্দোলন শুধু কথার কথা

টিভিতে মুখ দেখানো

রাজনীতির আত্মঘাতী

নৈরাজ্য প্রাণ দিতে

পিছপা হই না

আবার সমতা ও সামাজিক

ন্যায়কে ঘৃণা করি প্রচন্ড


পতাকা তুলে দাঁড়িয়ে

সর্বত্র সবজান্তা বাঙালি

খবরের কাগজের গল্প পড়ে

সবজান্তা বাঙালি

পাড়ায় পাড়ায় রকে রকে

বৈপ্লবিক বিতর্কে

তুমুল আন্দোলিত বাঙালি

অথচ পার্টিবদ্ধ বাঙালি

মাতৃপুজায় নিষ্ণাত এমত যে

পার্টিবদ্ধ গুন্ডামি, বজ্জাতি,

জালিয়াতি,প্রোমোটারি,ধর্ষণ,নরহত্যা,

গণসংহার ক্ষমাসুন্দর চোখে দেখতেই

অভ্যস্ত বাঙালি,ঠিকঠাক দাম

পেলে কামদুনি বাঙালি

মরিচঝাঁপি গণহত্যা

তিন দশক পরেও

ভুলে আছে সেই বাঙালি


চলছে নবান্ন উত্সব

চলছে দুর্গোত্সব

মুসলিমদের কি করণীয়

বা মুলনিবাসীদের

কি করণীয় লিখলেই ব্রাত্য

মণীষী,অথচ ব্যাক্তি সম্মানে

বনিজের ভাগ বুঝে নিতে

কসুর করে না বাঙালি


রবীন্দ্র নাথের কিস্সা

কি কম দিলচস্প

অছুত ম্লেচ্ছ ব্রাহ্ম সন্তান

নোবেল পেতেই রাতারাতি বিশ্বকবি

আজও সমানে চলছঠে মাতামাতি

চন্ডালিকা মন্চণে গর্বিত বাঙালি

অথচ চন্ডালত্ব বহাল রাখতে

কসুর করে না বাঙালি

নরমেধ উত্সবে সংস্কৃতি

গৌরবে গর্বিত বাঙালি


নেতা মন্ত্রী সন্ত্রী সবাই

পার পেয়ে যায়

দেখেও দেখেনা বাঙালি

চোর ধরার ঝক্কির চেয়ে

ধরা পড়া চোর পেটানোয়

ওস্তাদ বাঙালি

ক্ষতিপূরণ যত্সমান্য

যাহোক চেক পেলেই ধন্য

ধন্য বাঙালি

চেক ত হলই সঙ্গে

হল ভুরি ভোজ


ইলিশে ইলিশ বাঙালি

আমরা প্রভুর পা চাটব

যেমন চেটেছি ইংরেজ আমলে

মোগল পাঠান জমানায়

নিজেরটা বুঝে নেব

নিজের পরিচয় গোপনে

সবার সেরা বাঙালি

সবাই উঁচু জাতি

পার্টি মিটিং যদি হয়

ব্রিগেড লাখো লাখ বাঙালি


অহন্কারে জমিতে পা পড়ে না

সবাউকে তুচ্ছাতিতুচ্ছ

মনে করে বাঙালি

সারা পৃথীবীর খবর রাখে

বাঙালি,ভিন রাজ্যের

খবর রাখে না বাঙালি

স্বজনদের পর করতে

সবার সেরা বাঙালি


পরের গুলামিতে

দিল্লীর গুডবুকে

করপোরেট একচেটিয়া

আক্রমণের প্রসঙ্গে

গুলামগিরিতে অভ্যস্ত

বাঙালি,উদ্বাস্তুদের

ভিন রাজ্যের অমনীষী

আম আদমিকে মানুষ

মনে করে না বাঙালি


আমরা একে অপরের সঙ্গে

আলোচনায় একতরফা

বক্তৃতায় অভ্যস্ত,

সংলাপে অনভ্যস্ত বাঙালি

মরব তাও ভালো

স্বজনদের সাথে

এক আসনে বসবে না

অস্মতের সম্মতি নিয়ে

মাথা ঘামাবে না বাঙালি

গণতন্ত্র এই বঙ্গে

নিখাদ নৈরাজ্য সন্ত্রাসের

মোত্সব,ভুরিভোজ নির্লজ্জ


সবকিছু জানে,বোঝে

শুধু সময় বুঝে

সমঝে চলে বাঙালি

বাঙালি,পার্টি লাইনের

বিরুদ্ধে একটি কথাও

বলবে না বাঙালি

যারা বাহুবলে জিতে

নেবে সবকিছু

তাঁদেরই জেতাতে

ভোট দেবে বাঙালি

পরাজিতের সম্মানে

অভ্যস্ত নয় বাঙালি

বিজিত বধে মেতে

আছে সর্বত্র সেই বাঙালি


বাংলাদেশে শহবাগ হোক

বাঙালির কিছু যায়

আসে না,ওপার বাংলার

ব্রাত্যজনেরা ভিনরাজ্যে

এমনকি বাংলার মাটিতে

মরুক বাঁচুক, বেপরোয়া বাঙালি

বাংলা বাংলাদেশ বলতে

অথচ মদহোশ বাঙ্গালি

বাঙালি জাতিয়তাবোধ

বলতে সার্বজনিন

ব্রাহ্মণত্ব সংস্কার

বাঙালির জাতিয়তাবোধ

বলতে শুধুর পদ্মার ইলিশ

ইলিশে ইলিশ বাঙ্গালি


বাঙালির ধর্মনিরপেক্ষতা

মুখ্যমন্ত্রীতকে দিয়ে

পাইকারি পুজো উদ্বোধন

দ্বিতীয়াতেও,পাড়ায় পাড়ায়

মন্ত্রীদের পুজো

মৌলবিদের ভাতা

ঈদে গোল টুপি পরে নামাজ

মুসলিম বেশে

ভোটের রাজনীতি

রাষ্ট্রপতি ভবনে মন্দির

রাষ্ট্রপতির চন্ডীপাঠ


ধুনিচের ধোঁয়ায

রংবাহারি পাজারি আলোয়

বাঙালির চোখে ধাঁধা

ঢাকের বাদ্যিতে

বাঙালি আজ

বলির পাঁঠা

ইলিসে ইলিশ বাঙালি














No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...