BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Monday, April 15, 2013

মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় পথে গড়াগড়ি তৃণমূল নেতারTMC leader performs ritual for Mamata`s wellness!

মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় পথে গড়াগড়ি তৃণমূল নেতার

TMC leader performs ritual for Mamata`s wellness!

মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় পথে গড়াগড়ি তৃণমূল নেতার
দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায়

বাঁকুড়া: হোক না সংস্কার, নেত্রীর মঙ্গলে বিশ্বাসই যে বড় কথা৷ তাছাড়া তাঁকে খুশি করতে শেষ চৈত্রের প্রখর রোদও যে তুচ্ছ৷ সকাল হলেও বাঁকুড়ার আবহাওয়া তখন যথেষ্টই তন্ত৷ তার মধ্যেই টানা পৌনে দু' ঘণ্টা রাস্তায় গড়াগড়ি খেলেন দিয়ে তৃণমূলের এক জেলা সম্পাদক৷ সর্বাঙ্গে ধুলো মেখে এ ভাবে দেবতার পুজো দিতে যাওয়ার পোশাকি নাম দণ্ডি কাটা৷ এমন কষ্ট করে পুজো দিলে দেবতা ভক্তের মনোবাসনা পুর্ণ করেন বলে প্রচলিত বিশ্বাস৷

আরও ৩৬৯ জন তাঁদের ব্যক্তিগত কারণে দণ্ডি কাটলেও, প্রচারের আলোয় এসে গেলেন ওই তৃণমূল নেতা৷ তাঁর গলায় যে তেরঙ্গা উত্তরীয়৷ তাছাড়া ভগবানের উদ্দেশ্যে তাঁর প্রার্থনাও যে অন্যদের মতো নয়৷ নিজের বা পরিবারের জন্য নয়, তাঁর ওই কৃসাধন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আরোগ্য কামনায়৷ তার জন্য প্রায় দু' কিমি রাস্তায় গড়াগড়ি দিতে দিতে তৃণমূলের ওই নেতা পৌঁছেছিলেন গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুর গ্রামের শিবমন্দিরে৷

নেতার নাম নিমাই মাঝি৷ তিনি বাঁকুড়ায় তৃণমূলের অন্যতম জেলা সম্পাদক৷ দলনেত্রীর প্রতি এই উদ্বেগ প্রকাশের আয়োজনে কিন্ত্ত স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর প্রচারের বাসনায়৷ তিনি দণ্ডি কেটে এগিয়েছেন বটে, কিন্ত্ত তাঁর পিছনে মমতা বন্দোপাধ্যায়ের বিরাট বিরাট কাটআউট হাতে হেঁটে হেঁটে সকলের নজর আকর্ষণ করেছেন নিমাইবাবুর অনুগামীরা৷ সঙ্গে ছিলেন ঢাক-ঢোল-কাঁসরের ঢালাও বাজনা৷

সেই বাজনার আওয়াজ কলকাতায় বেলভিউ হাসপাতালে নেত্রীর কানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার লক্ষ্যে আগাম খবর দেওয়া ছিল সংবাদ মাধ্যমকে৷ তবে ধর্মীয় আড়ম্বরে ঘাটতি ছিল না৷ সকাল সকাল পুকুরে ডুব দিয়ে স্নান করে নতুন ধুতি পরে, গলায় তেরঙ্গা উত্তরীয় চড়িয়ে আদুল গায়ে রাস্তায় গড়াগড়ি দিতে শুরু করেছিলেন নিমাইবাবু৷ ওই গ্রামের মন্দিরে শুক্রবার থেকে শিবের গাজন শুরু হয়েছে৷ এ সময় অভীষ্ট উদ্দেশ্য সাধনে দণ্ডি কেটে ওই মন্দিরে গিয়ে প্রার্থনা করেন ভক্তপ্রাণ মানুষ৷ শনিবার ৩৭০ জন দণ্ডি কেটেছেন বলে ওই মন্দিরের পুরোহিত অসিত চক্রবর্তী জানিয়েছেন৷
পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে তৃণমূলের জেলা সম্পাদক নিমাইবাবু বলেন, 'মানুষের জন্য ২৪ ঘণ্টা কাজ করেন মমতা বন্দোপাধ্যায়৷ তাঁর উদ্যোগে রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে৷ তিনি এ ভাবে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকলে রাজ্যের ক্ষতি৷ তিনি একদিনের জন্যও অসুস্থ হলে বাংলা পিছিয়ে যাবে৷ তাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বাবা ভোলানাথকে স্মরণ করে দণ্ডি কাটলাম৷ আশা করছি, ভোলানাথের কৃপায় তিনি শিগগির সুস্থ হয়ে স্বাভাবিক কর্মচঞ্চল জীবনে ফিরে যাবেন৷'

মন্দিরের পুরোহিত অসিত চক্রবর্তী জানিয়েছেন, 'প্রার্থনা করার সময় শুধু মুখ্যমন্ত্রী নন, অর্থমন্ত্রী অমিত মিত্রের আরোগ্যও কামনা করেছেন নিমাইবাবু৷ তাঁর প্রার্থনার পর আমরাও সেই একই আর্জি জানিয়েছি নীলকণ্ঠের কাছে৷' 

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...