BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Saturday, April 13, 2013

বৃদ্ধি ও দারিদ্র্য: অমর্ত্য সেনের উল্টো পথে ভগবতী

বৃদ্ধি ও দারিদ্র্য: অমর্ত্য সেনের উল্টো পথে ভগবতী

বৃদ্ধি ও দারিদ্র্য: অমর্ত্য সেনের উল্টো পথে ভগবতী
ওয়াশিংটন: শুধু অর্থনৈতিক বৃদ্ধির কথা বললেই দারিদ্র্য দূর করা যাবে না, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এই ধারণা মানতে নারাজ আরেক আন্তর্জাতিক অর্থনীতিবিদ জগদীশ ভগবতী৷

'আমার মনে হয় বাস্তবিক সেনের ধারণা ভুল৷ বিশুদ্ধ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গীতে না দেখলে বলা যায়, চিনে দ্রুত হারে বৃদ্ধির অর্থ বিশ্ব অর্থনীতিতে ওই দেশের বেশি করে জায়গা করে নেওয়া৷ এর ফলে, বিশ্ব অর্থনীতিতে চিনের গুরুত্ব এবং দর কষাকষির ক্ষমতা বাড়ছে,' ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাত্‍কারে ভগবতী বলেন৷

ওই সাক্ষাত্‍কারে ভগবতী বলেন, চিনের সঙ্গে ভারতের বৃদ্ধি নিয়ে তুলনা চলে না, এমনটা কখনওই নয়৷ অর্থনৈতিক বৃদ্ধি মানে দরিদ্রদের অবহেলা করা, নিম্নবিত্তদের থেকে মুখ ফেরানো এমনটা মোটেই নয়৷ এটা ভেবে থাকলে অমর্ত্য সেন ভুল ভাবছেন৷ অর্থনৈতিক বৃদ্ধি ও দরিদ্র শ্রেণি উন্নয়ন আলাদা বিষয় নয়৷ দু'টোকে গুলিয়ে ফেলাও মস্ত ভুল৷' 'হোয়াই গ্রোথ ম্যাটারস' বলে তাঁর বইটিতে তিনি এই বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন৷

ভগবতী অবশ্য আশাবাদী ভারতের বৃদ্ধি ৯ শতাংশ স্পর্শ করবে৷ তিনি বলেন, 'আরও অর্থনৈতিক সংস্কার করলে ভারতের বৃদ্ধি ৯ শতাংশের কোঠায় পৌঁছতে পারে৷ তবে, ভারতে বৃদ্ধির হার যদি অনেকটা কমে যায় আন্তর্জাতিক স্তরে তার বিশেষ প্রভাব পড়বে না৷' ভগবতী বলেন, 'গত দু'বছর ধরে ভারতীয় অর্থনীতি নিম্নমুখী হয়েছে৷ এর জন্য দায়ী কঠোর আর্থিক নীতি এবং দেশের রাজনীতিবিদদের নীতি গ্রহণে অক্ষমতা৷ গত দু'বছরে ১২ বার সুদের হার বাড়ানো হয়েছে৷ এ ছাড়া বিভিন্ন কেলেঙ্কারি ও দুর্নীতির জেরে দেশের মানুষের মধ্যে একটা বীতশ্রদ্ধ মনোভাব লক্ষ্য করা গিয়েছে৷' ভগবতীর কথায়, 'ভারতে কোনও আমলা কোনও পদক্ষেপ করলে, সক্রিয়তা দেখালে তাঁর চাকরি চলে যায়৷ কিন্তু সে যদি কিছু না করে চুপচাপ বসে থাকে তবে চাকরি থাকে৷'

শিকাগো বিশ্ববিদ্যালয়ের তথা ভারতের নতুন মুখ্য অথনৈতিক উপদেষ্টা রঘুরাম রাজন দেশের অর্থনীতির রক্ষায় এগিয়ে আসবেন কিনা সেটাই দেখার৷ কেন না এ বছরের বাজেটে চিদম্বরম অর্থনীতি সম্প্রসারণের যে চিত্র এঁকেছেন তার পিছনে রাজনের মাথাই কাজ করেছে বলে মনে করেন জগদীশ ভগবতী৷

তবে তিনি এও বিশ্বাস করেন যে ভারতের অর্থনৈতিক সমস্যা ক্ষণস্থায়ী এবং সেটা শীঘ্রই কেটে যাবে৷ নিকট ভবিষ্যতে ৭ থেকে ৭.৫ শতাংশ বৃদ্ধি ছুঁতে পারবে ভারত৷

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...