BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Saturday, October 3, 2015

Violence Mars Bengal Civic Polls রকেট ক্যাপসুল নিবেদিত শারদোত্সবে সংবাদ মাধ্যম মহিসাসুর নিধন পর্ব! যদি কেহ শুধাইতে লাগে মা দুগ্গারে যে এত্তো কাল মহিষাসুর বধ ত হইলো,কটা খাট ভাঙ্গা হইলো,বল দিকিনি,দোষ ধরা যাবে না! শাসকের নিশানায় সংবাদমাধ্যম, ধর্ষণের হুমকি মহিলা সাংবাদিককে, নেতৃত্বে বিধায়ক সুজিত বোস পলাশ বিশ্বাস


Violence Mars Bengal Civic Polls

রকেট ক্যাপসুল নিবেদিত শারদোত্সবে সংবাদ মাধ্যম মহিসাসুর নিধন পর্ব!

যদি কেহ শুধাইতে লাগে মা দুগ্গারে যে এত্তো কাল মহিষাসুর বধ ত হইলো,কটা খাট ভাঙ্গা হইলো,বল দিকিনি,দোষ ধরা যাবে না!

শাসকের নিশানায় সংবাদমাধ্যম, ধর্ষণের হুমকি মহিলা সাংবাদিককে, নেতৃত্বে বিধায়ক সুজিত বোস

পলাশ বিশ্বাস

পুজোর আগেই সাংবাদিক ক্যালানো জমে দই,প্যানালে প্যানেলে জোর বাহেস চলিতেছে,শাসকের সব চাই!


সাংবাদিক না ক্যালাইলে গণতন্ত্র উত্সব হয় না,কেহ কহিছেনা!


ক্যালানির চোটে রকেট ক্যাপসুল তত্সহ জাপানী তেলের মম গন্ধে শারদোত্সবে মা দুগ্গার আ মরি আবাহন,যতেক অসুর বেটা আছেক মা এই বঙ্গে,এি ভারতবর্ষে,এই মহাদেশে,রকেচ ক্যাপসুল দিতাছি যত চাই,জাপানী তেল দিয়া যন্ত্র পাতি মাজিয়া ঘসিয়া,সব ব্যাটারে নিকেশ করহ মা!



পিতৃপক্ষ সবে শুরু হল!

শরতের গন্ধ বাতাস কিছুই নাই!

কাশফুল ফুটেছে কি ফোটে নাই,দেখি নাই!


গরমে হাসফাঁস প্রাণ!

সকাল হতে না হতেই গ্রীষ্মের দাবদাহ!


কেন্দ্র সরকারের কর্মচারিদের সপ্তম বেতনমান লাঘু হওয়ার কথা!

সমান সমান বেতন রাজ্য সরকারের কর্মচারিদেরও জুটিবে,বড় আশা!


বাজারে টাকা কম পড়িতেছে না!

উপরন্তু রিজার্ভ ব্যান্ক সদয়,সুদের হার কমিয়াছে!


কেনা কাটার ঠ্যলায় আত্মারাম খাঁচা ছাড়া হোক বা না হোক,ভিড়ের গুঁতোয় রাস্তায় চলা দায়!


পকেটমারের পোয়া বারো উপরন্তু ঠ্যাঙাড়ে বাহিনীর আয় কম হইতেছে না!


এই বঙ্গে একন বড় রঙ্গ,বঙ্গ ভঙ্গের পর থেকেই রঙ্গ তরঙ্গ!


রাজনীতির ঠ্যালায় জীবন জীবিকার বারোটা অলরেডি বাজিয়াছে,কল কারখানা লাটে!


ব্যবসা বাণিজ্য সারা বছর পুজো মত্সব সর্বস্ব,পুজোর বিরাম নেই!


সংবাদ মাধ্যম বাজার বাজার কইরা পিত্তি জ্বালানোয় কম যায় না!


তাহার উপর এই জাপানী তেল তত্সহ সংবাদ শিরোনামের আগে জাপানী তেল!

সবকিছু ফুলিয়া ফাঁপিয়া ঢোল!


দুগ্গা বিশ্বের সব চেয়ে বড় প্রতিমা!

এখন রকেট ক্যাপসুল জাপানী তেল নিবেদিত শারদোত্সব!


প্যান্ডেলে প্যান্ডেলে ঘইরা ফিইরা যদি কেহ শুধাইতে লাগে মা দুগ্গারে যে এত্তো কাল মহিষাসুর বধ ত হইলো,কটা খাট ভাঙ্গা হইলো,বল দিকিনি, দোষ ধরা যাবে না!

https://youtu.be/Qn-briKVC3c

Let Me Speak Human!My Heart Pierced but I may not sing like a nightingale!

Diwali Dhamaka: Strategic Sale of PSUs may Kickstart Soon



Violence Mars Bengal Civic Polls

Trinamool goons attacking CPIM candidate's booth agent at Saltlake on Saturday.

Amid reports of violence and alleged malpractices, over 40 per cent polling was recorded till afternoon for election to two municipal corporations and Siliguri Mahukuma Parishad in West Bengal as the CPI(M) called a bandh in Rajarhat-Bidhannagar area on Monday in protest.

State Election Commissioner S R Upadhaya told PTI, "Till one pm, over 40 per cent polling was recorded. 43 per cent polling was registered in Bidhannagar and Siliguri while Asansol recorded 47 per cent polling."

Upadhaya said that the SEC has been receiving numerous complaints about malpractices, rigging and violence.

"We have received complaints of rigging and violence both from political parties and individuals. In some places media personnel were also attacked, we have seen the video footages.

We have asked the police to take necessary action," he said.

Accusing TMC of unleashing a reign of terror to loot votes in the Bidhannagar Municipal Corporation, CPI(M) called 12-hour bandh in Bidhannagar-Rajarahat area on Monday protesting against alleged violence and malpractices.

Announcing his party's decision to call a bandh on Monday, CPIM leader Gautam Deb said, "We will organise protest march tomorrow against rigging and malpractices by TMC. They are trying to take away the democratic rights of the masses".

Senior officials of SEC and state police said there were reports of outsiders trying to jam booths in various wards of Bidhannagar and Asansol municipal corporations.

"There were reports of bombs being hurled in Jamuria and Bidhanagar and people being stopped from casting their votes.

We are taking stock of the stutation," an official said.

Few media personnel were also beaten up while covering the incidents of malpractices.

The polls are a precursor to next year's assembly elections in Bengal with ruling Trinamool Congress and its arch rival Left Front once again pitted against each other.



শাসকের নিশানায় সংবাদমাধ্যম, ধর্ষণের হুমকি মহিলা সাংবাদিককে, নেতৃত্বে বিধায়ক সুজিত বোস


য়েব ডেস্ক: সকাল থেকেই সল্টলেকের কোথাও ভোট লুঠ, কোথাও বহিরাগতদের দিয়ে বুথ জ্যাম়ের অভিযোগ আসছিল। বিদ্যুত্‍গতিতে সেইসব খবর করছিলেন ২৪ ঘণ্টার সাংবাদিকরা। আর তাতেই শাসকদলের রোষের মুখে সংবাদমাধ্যম। হেলমেট দিয়ে মাথায় আঘাত করা হয় ২৪ ঘণ্টার চিত্র সাংবাদিক মিন্টু বসাককে। হুমকি দেওয়া হয়, ছবি তুললে ধর্ষণ করে দেব। "ক্যামেরা বন্ধ করতে না পারলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে", পুলিসকে হুমকি তৃণমূল বিধায়ক সুজিত বোসের। কার্যত এরপরই ঠুঁটো জগন্নাথের ভূমিকা পালন করে পুলিস।  

চিত্রসাংবাদিকদের অপরাধ ছিল শাসকদলের দাদাগিরির ছবি তুলছিলেন তাঁরা। সেই অপরাধে পেটানো হল চব্বিশ ঘণ্টার মিন্টু বসাক ও পার্থসারথি চক্রবর্তীকে। বাদ গেলেন না রিপোর্টাররাও। চব্বিশ ঘণ্টার মহিলা সাংবাদিক দেবারতি ঘোষকে ধর্ষণ করার হুমকি শাসক ক্যাডারদের। চব্বিশ ঘণ্টারই আরেক সাংবাদিক বিক্রম ঘোষকে লক্ষ্য করে ঢিল ছোড়া হল। মেরে মুখ ফাটিয়ে দেওয়া হল এবিপি আনন্দের সাংবাদিক অরিত্রিক ভট্টাচার্যের। আর পুরো ঘটনাই সামনে দাঁড়িয়ে দেখলেন শাসক দলের দুই ডাকসাইটে বিধায়ক সুজিত বসু ও পরেশ পাল। লেকটাউনের বাসিন্দা সুজিত বসু আর বেলেঘাটর বাসিন্দা পরেশ পাল কী করতে গিয়েছিলেন সল্টলেকে? প্রশ্নের মুখে পড়তে হবে জেনে দুই বিধায়কের মোবাইলই সুইচড অফ।

http://zeenews.india.com/bengali/zila/saltlake-media-attack_132150.html

সল্টলেকে বুথের দরজা বন্ধ করে ছাপ্পা, সাংবাদিকদের লক্ষ্য করে বোমা


বুথে ঢুকে ইভিএম ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ২১৭ নম্বর বুথে ভোট গ্রহণ বন্ধ। নিস্ক্রিয় পুলিস। সাধারণ ভোটাররা ক্ষুব্ধ। ভোট গ্রহনকেন্দ্রে ঢুকে পরে ২০-২৫ জনের একটি দল, তারপর পুলিসের সামনেই ইভিএম ভাঙে তাঁরা। টুকরো টুকরো হয়ে যায় ইভি এম মেশিন।

http://zeenews.india.com/bengali/zila/saltlake-41-ward_132147.html

ভোটের দিনে ভিআইপিতে জ্বলছে বাইক, সল্টলেকে বোমাবাজি, বালিতে দেদার ছাপ্পা

ভোটের দিনে ভিআইপিতে জ্বলছে বাইক, সল্টলেকে বোমাবাজি, বালিতে দেদার ছাপ্পা

ভিআইপিতে কংগ্রেস-তৃণমূল দুই পক্ষের সংঘর্ষ। রাস্তায় দাউ দাউ জ্বলছে বাইক। চলল গুলি। ফুটপাথের ধারে পড়ে রয়েছে বোমা। ঘটনায় আটক ৮ জন। কোন রাজনৈতিক দলের সমর্থক তাঁরা, তা এখনও স্পষ্ট জানা যায়নি। অতি সংবেদনশীল জায়গায় এই ঘটনায় পুরো এলাকা জুড়েই তৈরি হয়েছে সন্ত্রস্ত পরিবেশ।


http://zeenews.india.com/bengali

LIVE CRICKET

http://abpananda.abplive.in/

'দাদার' কথায় ৫০০ টাকার বিনিময়ে সল্টলেকে ভোট দিতে এসে পাকড়াও বহিরাগত 'ভাই'  

'দাদার' কথায় ভোট দিতে এসে পাকড়াও বহিরাগত 'ভাই'! ক্যামেরার সামনে স্বীকারোক্তি, ছাপ্পা দিতে এসেছেন ৫০০ টাকার জন্য। ... আরও»

পরিকল্পিত হামলা! বিধাননগরে আক্রান্ত ৭ সংবাদমাধ্যমের ১৭ সাংবাদিক  

রক্তাক্ত সংবাদমাধ্যম! অবাধ ছাপ্পা। ভূপতিত গণতন্ত্র! এটাই শনিবারের পুরভোটে বিধাননগরের ছবি! পথের কাঁটা সরাতে বেপরোয়া শাসক আশ্রিত দুষ্কৃতীরা। ৫ ঘণ্টায় আক্রান্ত ৭ সংবাদমাধ্যমের ১৭ সাংবাদিক। ...  আরও»

সল্টলেকে এবিপি আনন্দর সাংবাদিককে মেরে মুখ ফাটিয়ে দিল তৃণমূলের গুণ্ডাবাহিনী  

সল্টলেকে ভোটের খবর করতে গিয়ে এবিপি আনন্দর সাংবাদিক অরিত্রিক ভট্টাচার্যকে নির্মমভাবে পেটাল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মেরে তাঁর মুখ ফাটিয়ে দেওয়া হল। মার খেলেন চিত্র সাংবাদিক পার্থ সারথি চক্রবর্তী। তাঁর ক্যামেরা ক ...  আরও»

http://abpananda.abplive.in/kolkata/


--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...