BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Tuesday, February 24, 2015

Beti Bachao! Save your daughters and make them white! Five girls committed Suicide complaining persecution.One still fights for life! Fairness Business takes toll and the dead girls are branded lesbian! Palash Biswas


Beti Bachao! Save your daughters and make them white!
Five girls committed Suicide complaining persecution.One still fights for life!
Fairness Business takes toll and the dead girls are branded lesbian!
Palash Biswas
The Kalki Avtar has launched a nationwide campaign Beti Bachao.Every government in India is trying to show its commitment declaring free education for the girls.We boast to have become an emerging free market digital biometric desh.I am ashamed to note that the patriarchal society has not changed a little bit.Lotus blooming here and there ,everywhere and the Vediac Yug has returned with full volume and polonium 210 branded gender bias afresh.We would not allow dark and black girls anymore while the fairness industry claims miracles of making white.Whiteness is the certificate for the success and wellness of our girls.The slogan rather should be save your daughters and make them white!

I am ashamed that despite of the claims of gender equality and women empowerment ,poor girls have to commit suicide.The girls belonged to poor families with a status hand to mouth.They were persecuted because of their color and they were persecuted for poverty.

I am ashamed that the Chief Minister who created a storm as the Republic Day parade skipped her ambitious scheme Kanyasri and who claims Jungle Mhal smiling, who focused on the tribal districts including the Twin Midnapur,could not change the scenario a litle bit.

I am ashamed that this incident took place in a tribal area situated in Midnapur which is known for an indigenous aborigin society of equal status for women though the tribal society remains inflicted with superstitions like witch hunting along with its totem.

Apart from the brutal witch hunting,I have not heard anything like racial Apartheid in any tribal belt as I myself identify with the tribal roots.

I have known no tribal woman or the woman belonging to OBC and Dalit communities being ashamed of her dark color.

My grand Mother Shanti Devi and her generation always praised those women who bears darkness as in rural Bengal,the fair color was not so liked and our people used to call the fairness as blooming without quality.

Even Gurudev Rabindra Nath Tagore praised the dark color in his poems as:

Search Results

  1. Krishnakali Ami Tarei Boli Recitation - Mr-Jatt.com

  2. mr-jatt.com/.../krishnakali-ami-tarei-boli-recitation-gurudev-rabindranat...
  3. Free Download Krishnakali Ami Tarei Boli Recitation Mp3 Song By Gurudev Rabindranath Tagore From Album The Voice Of Tagore Rabindranath Tagore.
  4. Krishnakali Ami Tarei Boli Recitation - Gaana.com

  5. gaana.com/song/krishnakali-ami-tarei-boli-recitation
  6. Listen Krishnakali Ami Tarei Boli Recitation Song from The Voice Of Tagore - Rabindranath Tagore music album online and download this song through ...
  7. Krishnakali-Ami-Tarei-Boli - Gems From Tagore Bengali ...

  8. play.raaga.com/bengali/...Tagore.../Krishnakali-Ami-Tarei-Boli-217134
  9. Krishnakali-Ami-Tarei-Boli - Gems From Tagore Bengali Songs - Raaga.com - A World Of Music ... Other songs from Gems From Tagore. 1. Aha Tomar Sange ...
  10. Krishnakali-Ami-Tarei-Boli - The Voice Of Tagore Bengali ...

  11. play.raaga.com/bengali/...Tagore.../Krishnakali-Ami-Tarei-Boli-217701
  12. Krishnakali-Ami-Tarei-Boli - The Voice Of Tagore Bengali Songs - Raaga.com - A World Of Music ... Other songs from The Voice Of Tagore. 1. Aami Sansare ...
  13. Krishnakali Ami Tarei Boli-TAGOR SONG(BAITALIK ...

  14. Jun 20, 2011 - Uploaded by Sankha Bhattacharjee
  15. KRISHNAKALI AMI TAREI BOLI A BAITALIK RABINDRA SANGEET BY RAJKUMAR & SOURJA(PINTU ...
  16. TAGORE'S SONG - Krishnakali Ami Tarei Boli - SHANTANU ...

  17. May 10, 2012 - Uploaded by Subhro K Basu
  18. Krishnokoli is a unique composition of Rabindranath Tagore - musically based on Bengal's traditional ...
  19. Krishnakali Aami Tarei Boli - Srabani Sen Mp3 Download

  20. raagtune.com › Bengali › Rabichhaya › Krishnakali Aami Tarei Boli
  21. The most famous track Krishnakali Aami Tarei Boli which is released on ... Ami Tare Boli Singer - Suchitra Mitra Writer & Composer - Rabindranath Tagore Label ...
  22. Rabindranath Tagore – Krishnakali Ami Tarei Boli ... - Last.fm

  23. www.last.fm/music/...Tagore/_/Krishnakali+Ami+Tarei+Boli+(Recitation)
  24. Listen to Rabindranath TagoreKrishnakali Ami Tarei Boli (Recitation) for free.Krishnakali Ami Tarei Boli (Recitation) appears on the album The Voice Of ...
  25. Krishnakali Ami Tarei Boli Recitation - Rabindranath Tagore ...

  26. www.allmusic.com/.../krishnakali-ami-tarei-boli-recitation-mt003871041...
  27. Find Song information for Krishnakali Ami Tarei Boli Recitation - Rabindranath Tagoreon AllMusic.
  28. Rabindranath Tagore — Krishnakali Ami Tarei Boli Recitation

  29. redmp3.ru/.../rabindranath-tagore-krishnakali-ami-tarei-boli-recitation.ht...
  30. Rabindranath TagoreKrishnakali Ami Tarei Boli Recitation listen online and download. Обложка альбома Voice Of Rabindranath Tagore Songs And ...

One evening daily published a screaming headline of the tragedy and only a daily Bengali newspaper Bartaman published the ground zero report this morning.Dainik Bartaman says that one of the teenager girl was slated to be married off and the six friends decided to bid adiew to this world.The administration version is trying to put it as the girls had been lesbian and they could not bear the possibility of separation.

Let them be lesbian! What difference it make as we have accepted living in and the trassex behaviour is no more treated as crime.

I am more ashamed that no less than six girls have jointly tried the only escape route from the losing hell with same title,at the same venue complaining persecution by the patriarchal society and the administration is trying its best to brand them lesbian.It might be a record in a time of World Cup records.

We want Beti living and we also want to make them cheerleaders in the free market economy.The should be as much as beautifuls as the actors,models and supermodels  seem to be thanks to the makeover and grooming,thanks to digital camera and lights on,thanks to the casting couch.

Media reports say that Six teenage girls allegedly tried to commit suicide by consuming poison. After they were rushed to the hospital in the Jamboni area close to the West Bengal-Jharkhand border, condition of one of the girl's still remains critical.
According to sources, the girls were seen chatting on the banks of the pond. Soon after the dusk, they were found unconscious in fields, upon which they were rushed to Jhargram district hospital by locals.
The names of girls are Namita Nayak, Baby Nayak, Saraswati Nayak, Soma Nayak and Palan Nayak, Puja Nayak all aged between 13 and 19. 5 were declared dead on arrival while one condition of Puja Nayak is stated to be critical.
It is stated that they consumed poison. 3 of them belonged to the same family.

"Six girls were spotted by local villagers chatting on the banks of the village pond this afternoon. Soon after dusk, they were found lying unconscious on the field. Five were declared by the doctors as dead on arrival and the condition of Puja Nayak, who has been admitted to Jhargram district hospital, is stated to be critical," said West Midnapore district Superintendent of Police Bharati Ghosh.

"Preliminary investigations indicate that the girls had consumed poison resulting to their death. Three of them belong to a family. We are probing the incident and our officers have rushed to the village. The nature of poison and other relevant details will be known only after the post-mortem," Ghosh said.

সমকামিতার অপবাদে ৫ কিশোরীর আত্মহত্যা

অর্থসূচক ডেস্ক । ২৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১:৩৫ অপরাহ্ণ
সমকামিতার অপবাদ সইতে না পেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে ৫ কিশোরী।
আত্মহত্যা। ফাইল ছবি।
গতকাল সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের জামবনীর অরো গ্রামের এ ঘটনায় প্রাণে বেঁচে গেছে অপর কিশোরী। তাকে ঝাড়গ্রামের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন
মৃতরা হলো- বেবি নায়েক (২০), নমিতা নায়েক (১৬), সরস্বতী নায়েক (১৫), বুডু নায়েক (১৪) ও পালং নায়েক (২০)। বেঁচে যাওয়া কিশোরীর নাম পূজা নায়েক (১৪)।
একই গ্রামের ওই ৬ কিশোরী একসঙ্গে চাষের জমিতে কাজ করত। তাদের মধ্যে বেশ সখ্য ছিল। তারা প্রায় সব সময় একসঙ্গেই চলাফেলা করত। তবে তাদের এই একসঙ্গে চলাকে মেনে নিতে পারেনি গ্রামের কেউ কেউ। তাদের নামে ছড়ানো হয় অপবাদ। তারা সমকামী বলে অভিযোগ তোলা হয়। এ নিয়ে রাস্তাঘাটেও কটূক্তি করে। এই কটূক্তি সইতে না পেরে গত রোববার তারা কীটনাশক পান করে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।
সে অনুযায়ী সোমবার সন্ধ্যায় তারা গ্রামের একটি ফাঁকা মাঠে গিয়ে পরস্পরের হাত ওড়না দিয়ে বেঁধে কীটনাশক পান করে।
কিন্তু পূজার ভাগে কীটনাশক কম পড়ায় সে বেঁচে গিয়ে গ্রামের লোকজনকে জানায়। গ্রামের লোকজন এসে মুমূর্ষু অবস্থায় ৫ কিশোরীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরপি

অসহিষ্ণু সমাজের হাত থেকে মুক্তি পেতেই আত্মহত্যার সিদ্ধান্ত ৬ বন্ধুর

অসহিষ্ণু সমাজের হাত থেকে মুক্তি পেতেই আত্মহত্যার সিদ্ধান্ত ৬ বন্ধুর
ওয়েব ডেস্ক: কী কারণে আত্মহত্যার মতো পথ বেছে নিতে হল জামবনির ৬ কিশোরীকে? প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান বন্ধুত্ব বিচ্ছেদের আশঙ্কা থেকে একসঙ্গে মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। কিন্তু কেন বিচ্ছেদের আশঙ্কা? কারণ খুঁজতে গিয়ে আবারও সামনে এল সমাজের চরম অসহিষ্ণুতার ছবি।
জানা গিয়েছে এই ৬ বন্ধুর ঘনিষ্ঠ সম্পর্ক নাকি ভাল চোখে দেখত না গ্রামবাসীরা। বাড়ি থেকে বিয়ে ঠিক হয়েছিল এক কিশোরীর। অপর একজনের বিয়ের কথাও চলছিল। আর সেই কারণেই তারা বিচ্ছেদের আশঙ্কায় ভুগছিল। কিশোরীদের পরিবারও বুঝতে চায়নি বিয়ের থেকে এই বন্ধুত্ব তাদের অনেক প্রিয়, অনেক কাছের। পরিবারের অসহিষ্ণুতা, সমাজের চোখ রাঙানি, সর্বোপরি বন্ধু বিচ্ছেদের যন্ত্রনা, সবকিছুর হাত থেকে মুক্তি পেতেই তারা এই চরম সিদ্ধান্ত নেয় বলে অনুমান।
সোমবার একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে পশ্চিম মেদিনীপুরের জামবনির ওরো গ্রামের এই ৬ কিশোরী। মৃত্যু হয়েছে ৫ জনের। একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিত্‍সাধীন স্থানীয় এক হাসপাতালে। মৃত কিশোরীদের দেহ উদ্ধার হয়েছে গ্রামের একটি মাঠ থেকে। গ্রামবাসীদের কথায় বারবার উঠে এসেছে ৬ কিশোরীর 'অস্বাভাবিক ঘনিষ্ঠতা'র কথা। কিন্তু, প্রকৃত দায়ী কে? 'অস্বাভাবিক ঘনিষ্ঠতা'? নাকি সমাজের এক 'অস্বাভাবিক অসহিষ্ণুতা'?

একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা ৫ কিশোরীর, আশঙ্কাজনক ১

একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা ৫ কিশোরীর, আশঙ্কাজনক ১
পশ্চিম মেদিনীপুর: একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল ৬ কিশোরী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের জামবনির ওরো গ্রামে। মৃত্যু হয়েছে ৫ জনের। একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিত্‍সাধীন স্থানীয় এক হাসপাতালে।
মৃত কিশোরীদের দেহ উদ্ধার হয়েছে গ্রামের একটি মাঠ থেকে। কী কারণে ৬ জন কিশোরী একসঙ্গে বিষ খাওয়ার সিদ্ধান্ত নিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে জানা গিয়েছে এই কিশোরীদের নাকি 'গ্রামের লোকে ভাল চোখে দেখত না।' কিন্তু কেন? কী এমন ঘটেছিল যার জন্য তথাকথিত সমাজের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছিল এই কিশোরীরা?  ঠিক কী কারণেই বা তারা মৃত্যুর মুখে ঠেলে দিল নিজেদের? তদন্ত শুরু করেছে পুলিস।
  1. পশ্চিমবঙ্গে ৫ কিশোরীর আত্মহত্যা - Prothom Alo

  2. www.prothom-alo.com › আন্তর্জাতিক › ভারত
  3. গ্রামের লোকজনের কটূক্তি সইতে না পেরে একসঙ্গে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে পাঁচ কিশোরী। গতকাল সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের জামবনীর অরো গ্রামে এ ঘটনা ঘটে। কীটনাশক পান করা অপর এক কিশোরী প্রাণে রক্ষা পায়। তাকে ঝাড়গ্রামের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই গ্রামের ছয় কিশোরীর মধ্যে ...

পশ্চিমবঙ্গে একসঙ্গে ৫ কিশোরীর আত্মহত্যা | নিরাপদ নিউজ

৮ ঘন্টা আগে - আন্তর্জাতিক, ২৪ ফেব্রুয়ারি ২০১৫, নিরাপদনিউজ : পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় একসঙ্গে বিষ খেয়ে পাঁচ কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় চাঞ্চল্যকর.

B24NEWS | বন্ধু-বিচ্ছেদের শঙ্কায় ৫ কিশোরীর আত্মহত্যা

২ ঘন্টা আগে - আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক অসহিষ্ণুতার কারণে বান্ধবীদের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়ে যাবে- এমন আশঙ্কা থেকে বিষ খেয়ে আত্মহনন করলো ভারতের পশ্চিমবঙ্গের পাঁচ কিশোরী। আরেকজনও তাদের সঙ্গে পরপারের যাত্রী হতে চেয়েছিলো, কিন্তু সে থেকে গেছে।

পশ্চিমবঙ্গে একসঙ্গে ৫ কিশোরীর আত্মহত্যা - natunbarta.com

৯ ঘন্টা আগে - কলকাতা: পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় একসঙ্গে বিষ খেয়ে পাঁচ কিশোরী আত্মহত্যাকরেছে। সোমবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের জামবনির ওরো. ... পশ্চিমবঙ্গে একসঙ্গে ৫ কিশোরীর আত্মহত্যা | westbengal-assam-tripura | natunbarta.com | Top Online Newspaper in Bangladesh ...

Prothom Alo - অভিযোগ তোলে তারা সমকামী। রাস্তাঘাটেও ...

পশ্চিমবঙ্গে ৫ কিশোরীর আত্মহত্যা. গ্রামের লোকজনের কটূক্তি সইতে না পেরে একসঙ্গে কীটনাশক পান করেআত্মহত্যা করেছে পাঁচ কিশোরী। গতকাল সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের জামবনীর অরো গ্রামে এ ঘটনা ঘটে। কীটনাশক পান করা অপর এক কিশোরী প্রাণে রক্ষা পায়। তাকে ঝাড়গ্রামের সরকারি হাসপাতালে ভর্তি করা.

বন্ধু হারানোর ভয়ে আত্মহত্যা! - বাংলা ট্রিবিউন

www.banglatribune.com › বিদেশ
এরই মধ্যে বাড়ি থেকে বিয়ে ঠিক হয়েছিল এক কিশোরীর। অারেকজনের বিয়ের কথাও চলছিল। আর সেই কারণেই তারা বিচ্ছেদের আশঙ্কায় ভুগছিল। ... গতকাল সোমবার একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করে পশ্চিম মেদিনিপুরের জামবনির ওরো গ্রামের এই ৬ কিশোরী। এর মধ্যে জন মারা গেছে। একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে স্থানীয় এক হাসপাতালে।

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...