ধস নামল ইএম বাইপাসে, তীব্র যানজটে নাকাল শহরবাসী
কলকাতা: ধস নামল ইএম বাইপাসে। আজ সকাল সাড়ে নটা নাগাদ আচমকাই রুবি হাসপাতালের কাছে বাইপাসের রাস্তার বেশ খানিকটা অংশ ধসে গর্ত তৈরি হয় রাস্তার মাঝে। ধসের জেরে বাইপাসে তীব্র যানজট তৈরি হয়। এর প্রভাব পড়েছে শহরজুড়ে। যানজটে নাকাল হচ্ছেন মানুষজন।
রুবি থেকে সায়েন্স সিটি পর্যন্ত বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরে মাটি দিয়ে গর্ত বুজিয়ে দেওয়ার পর ধীর গতিতে যান চলাচল শুরু হয়েছে বাইপাসে। আপাতত ইএম বাইপাস এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক কন্ট্রোল। গন্তব্যে পৌছতে অন্যান্য কানেক্টরগুলি ব্যবহার করতে বলা হচ্ছে।
কলকাতায় তৈরি হবে যৌথ বাণিজ্যকেন্দ্র, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর
ব্যুরো: কলকাতায় তৈরি হবে যৌথ বাণিজ্যকেন্দ্র। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে রাজারহাটের ফিনান্সিয়াল হাবে বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস শিল্পে জমি সমস্যা হবে না।
সিঙ্গাপুর সফরের দ্বিতীয় দিনেই, সে দেশের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। প্রায় চল্লিশ মিনিট চলে আলোচনা। দুদেশের বাণিজ্যিক সম্পর্কে পশ্চিমবঙ্গকে যাতে অগ্রাধিকার দেওয়া হয়, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কাছে সেই আহ্বানই জানান মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত হয়, কলকাতায় একটি বাণিজ্য কেন্দ্র গড়বে সিঙ্গাপুর সরকার।আঠারো মাসেই সম্পূর্ণ হবে সেই বিজনেস সেন্টার তৈরির কাজ।
ইতিমধ্যেই রাজ্যে বিনিয়োগ করেছে সিঙ্গাপুরের সংস্থা চাঙ্গি। পশ্চিমবঙ্গে বিনিয়োগের অ্যাডভান্টেজ লি সিয়েন লুংয়ের কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রাজারহাটের ফিনান্সিয়াল হাবে সিঙ্গাপুরের সংস্থাগুলিকে বিনিয়োগে উত্সাহ দিতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাস রাজ্যে বিনিয়োগে জমি কোনও সমস্যা হবে না।
সিঙ্গাপুর সফরের দ্বিতীয় দিনে আজ ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বন্দরে যাওয়ার কথা তাঁর। সিঙ্গাপুর পোর্ট ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সরকারি আমলা ও রাজ্যের শিল্পমহলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
কাল ইন্ডিয়া-সিঙ্গাপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে শিল্প সম্মেলনে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বৈঠককে সম্মেলনের প্রস্তুতি হিসাবেই দেখছে শিল্পমহল। চাঙ্গি শিল্পগোষ্ঠীর দেওয়া নৈশভোজেও আজ অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সিঙ্গাপুর সফরের দ্বিতীয় দিনে আজ ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বন্দরে যাওয়ার কথা তাঁর। সিঙ্গাপুর পোর্ট ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সরকারি আমলা ও রাজ্যের শিল্পমহলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
কাল ইন্ডিয়া-সিঙ্গাপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে শিল্প সম্মেলনে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বৈঠককে সম্মেলনের প্রস্তুতি হিসাবেই দেখছে শিল্পমহল। চাঙ্গি শিল্পগোষ্ঠীর দেওয়া নৈশভোজেও আজ অংশ নেবেন মুখ্যমন্ত্রী।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরে মমতা, রাজ্যে জমি সমস্যা নেই
Tuesday, 19 August 2014 05:47 PM
সিঙ্গাপুর: আজ সকালে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের বাসভবনেই আধঘণ্টা চলে বৈঠক৷ সূত্রের খবর, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মমতার কাছে জানতে চান, পশ্চিমবঙ্গে শিল্পের জন্য জমির সমস্যা রয়েছে কিনা৷ উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, এরকম কোনও সমস্যা নেই৷ সরকার ল্যান্ডব্যাঙ্ক তৈরি করেছে৷ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী তখন জানতে চান, ল্যান্ডব্যাঙ্ক কী? মমতা তখন তাঁকে জানান, ল্যান্ডব্যাঙ্ক হল রাজ্যের হাতে অধিগৃহীত জমি৷ সূত্রের খবর, সিঙ্গাপুরের নামী শিল্পগোষ্ঠীগুলিকে বাংলায় বিনিয়োগের জন্য এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে কলকাতায় বাংলা-সিঙ্গাপুর বাণিজ্যকেন্দ্র গড়ে তোলার ব্যাপারেও আশাবাদী মমতা৷ এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন শিল্পমন্ত্রী এবং কয়েকজন সচিব৷
অভিযোগ ভিত্তিহীন, মুক্তি পেলেন চানু
19 Aug 2014, 18:26
২৫+ না-হলে আর নয় সিগারেট!
19 Aug 2014, 17:07
এবার থেকে তামাক সেবনের বয়সসীমা ১৮ থেকে বাড়িয়ে ২৫ বছর করার কথা চিন্তা করা হচ্ছে । অর্থাত্ ২৫বছরের কমবয়সীরা আর তামাক সেবন করতে পারবেন না।
রাজধানী এক্সপ্রেসে কিশোরীর শ্লীলতাহানি, গ্রেপ্তার জওয়ান
19 Aug 2014, 18:55
ফের চলন্ত ট্রেনে শ্লীলতাহানির ঘটনা ঘটল। কিশোরীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেসে।
শীর্ষ খবর
- ওজন কমানোর সহজপাঠ
মনন চর্চায় দুই প্রাক্তনীর দু'কোটি আইআইটি-কে
পুলিশকে হুঁশিয়ারি অশোক অনুগামীদের
বনগাঁ সীমান্তে পাঁচিল তুলছে বাংলাদেশ
স্নাতক হতেই হবে কলেজ পরিচালন কমিটির সদস্যদের
ধর্ষণ করে খুনের নালিশ কাঁথিতে
পাসপোর্টে অনলাইন পুলিশ ভেরিফিকেশন চাইছে রাজ্য
আমতায় অর্ধনগ্ন দেহ উদ্ধার
ফের কলেজে টিএমসিপির গোষ্ঠী লড়াই
দেবকুণ্ডে নিখোঁজ রাজীবের দেহ উদ্ধার
ক্যান্সারে আক্রান্ত কিশোরের জন্য গয়না বন্ধক পড়শিদের
- http://eisamay.indiatimes.com/
সিপিএম কর্মীর স্ত্রীকে গণধর্ষণ, খুন
গণধর্ষণ করে খুন এবং তার পরে মৃতার দেহ ঝুলিয়ে রেখে যাওয়া। উত্তরপ্রদেশের বদায়ূঁ গ্রামের এই ঘটনার পুনরাবৃত্তি এ রাজ্য আগেই দেখেছে। অভিযোগ, সোমবার আরও এক বার তার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সুনিয়া গ্রাম। তবে এ বার মৃতাকে গাছে নয়, তাঁর নিজের বাড়িরই একটি ঘরে ঝুলিয়ে দেওয়া হয়। এ দিন ভোরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দেবাশিস ভুঁইয়া-সহ ১২ জনের নামে এই মর্মে অভিযোগ দায়ের করেছেন মৃতার স্বামী।
অপর্ণাকে টানা ৬ ঘণ্টা জেরা ইডি-র, ৪ ঘণ্টা মন্ত্রী শ্যামাকে
সারদা কেলেঙ্কারিতে সোমবারই প্রথম জেরার মুখে পড়লেন রাজ্যের কোনও মন্ত্রী। এ দিন দুপুরে বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সল্টলেকের দফতরে ডেকে পাঠিয়ে চার ঘণ্টা জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এ দিনই জেরা করা হল চিত্র পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেনকেও। এক টানা ছ’ঘণ্টা। সারদা গোষ্ঠীর মালিকানাধীন একটি পাক্ষিক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে শ্যামাপ্রসাদবাবু ঢোকেন বেলা পৌনে দু’টো নাগাদ।
পদ বাঁচাতেই শ্যামাবাবু ‘পদ’ খোয়াতে মরিয়া
পদ খোয়ানোর ঝুঁকি এড়াতে ‘প্রসাদ’-বঞ্চিত হয়ে ‘পদ’ বরণ করে নিতে হয়েছিল চুপচাপ। এখন আবার পদ বাঁচাতেই ‘পদ’ ত্যাগ করা জরুরি হয়ে পড়েছে। সেই আদি ও অকৃত্রিম ‘প্রসাদ’ ফেরাতে না-পারলে তাঁর পদই যে টলমল! এমনই বিচিত্র টানাপড়েনে পড়ে গিয়েছেন রাজ্যের বস্ত্রমন্ত্রী। তিন বছর আগে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শ্যামাপদ মুখোপাধ্যায়। বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান হিসেবে যাঁকে সকলে চিনত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে। শুধু শপথবাক্য পাঠ করা নয়, রাজভবনের নথিতে তিনি বাংলায় শ্যামাপদ নামেই স্বাক্ষর করেছিলেন।
মমতা কী বলেন, আগ্রহী অপেক্ষা সিঙ্গাপুরে
সকালে সিঙ্গাপুর বিমানবন্দরে নেমে হোটেলের ঘরে একটু বিশ্রাম। তার পর সারা দিন কখনও নেতাজি স্মারক, কখনও পাখি বিতান সফর। এক ফাঁকে রামকৃষ্ণ মিশনেও ঘুরে আসা। সিঙ্গাপুর সফরের প্রথম দিনটা এ ভাবেই নিজেকে ব্যস্ত রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তাঁর এই সফর ঘিরে উৎসাহ তৈরি হয়েছে স্থানীয় বণিকমহলে। শিল্প সম্মেলনের এক সংগঠকের দাবি, এ দেশের বণিকসভাগুলি লগ্নি ও শিল্প নিয়ে মমতার কথা শুনতে যথেষ্টই আগ্রহী। আগ্রহ এতটাই যে আমন্ত্রণপত্র বিলি শেষ হওয়ার পরেও আরও এক বার তা চালু করতে হয়েছে।
রীতি ভেঙে বিজ্ঞপ্তি ছাড়াই রাজ্যের দায়িত্ব পার্থ-ববিকে
রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের বাইরে গেলে মন্ত্রিসভার কোনও বর্ষীয়ান সদস্যকে প্রশাসন পরিচালনার ভার দিয়ে যাবেন এমনটাই দস্তুর। কিন্তু রবিবার রাতে সিঙ্গাপুর পাড়ি দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাতায়কলমে কাউকে সেই দায়িত্ব দেননি। নবান্ন সূত্রে খবর, মৌখিক ভাবে দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ (ববি) হাকিমকে প্রশাসনিক কাজকর্ম দেখার কথা বলে গিয়েছেন তিনি। এই অবস্থায় রাজ্যে কোনও সঙ্কটজনক পরিস্থিতি দেখা দিলে কে হাল ধরবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
বৈঠক বাতিল করে পাকিস্তানকে কড়া বার্তা
আগেই ঘরোয়া ভাবে আপত্তি জানিয়েছিল বিদেশ মন্ত্রক। শুনতে চাননি ভারতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আব্দুল বাসিত। তাই আজ বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের সঙ্গে বাসিতের বৈঠকের পরেই দু’দেশের বিদেশসচিব পর্যায়ের বৈঠক বাতিল করল ক্ষুব্ধ ভারত। ওই সিদ্ধান্তকে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে প্রথম কড়া বার্তা হিসেবে দেখছেন কূটনীতিকরা।
রাহুল আর কাঁটা নন, দলে তাই ব্রাত্য বরুণ
বরুণ গাঁধী যখন বিজেপিতে যোগ দেন, সে দিন থেকেই শীর্ষনেতাদের কৌশল ছিল একটাই। কাঁটা দিয়ে কাঁটা তোলা। সময়টি ছিল ২০০৪ সালের ফেব্রুয়ারি মাস। তখন সনিয়া গাঁধী দলের কাণ্ডারী হলেও দলে সদ্য যোগ দিয়েছেন রাহুল গাঁধী। আর সেই অঙ্ক মাথায় রেখেই ২০০৪ সালে লালকৃষ্ণ আডবাণী, প্রমোদ মহাজনের হাত ধরে বিজেপিতে আত্মপ্রকাশ করেন বরুণ গাঁধী।
ধোনির ভুলের দাম দিতে হল দলকে, তোপ বেঙ্গসরকরের
অজিত ওয়াড়েকর আর এক দিনের জন্যও ডানকান ফ্লেচারকে ভারতের কোচের পদে দেখতে চান না। প্রাক্তন ভারত অধিনায়কের মনে হচ্ছে, ফ্লেচারের কোনও চিন্তাভাবনা আর অবশিষ্ট নেই। এ বার তাঁকে বিদায় করা উচিত। গুন্ডাপ্পা বিশ্বনাথ খুব একটা আশ্চর্য নন মহেন্দ্র সিংহ ধোনিদের এমন অবিশ্বাস্য ভরাডুবিতে। ভিশি-র মনে হচ্ছে, ক্যাপ্টেন ধোনি অনেক সময়ই অলৌকিক কিছুর উপর ভরসা করে ক্যাপ্টেন্সিটা করে থাকেন। তাতে যা হওয়ার, তাই হয়েছে।
অপর্ণা সেন, শ্যামাপদ মুখার্জিকে ম্যারাথন জেরা ই ডি-র
|
সব্যসাচী সরকার, বরেন্দ্রকৃষ্ণ ধল
| |||||
|
No comments:
Post a Comment