BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Wednesday, December 3, 2014

জামাতুল মুজাহিদিন নামে পোস্টার করার ঘটনায় হিন্দু যুবক আটক

জামাতুল মুজাহিদিন নামে পোস্টার করার ঘটনায় হিন্দু যুবক আটক

02 Dec, 2014

অবশেষে রহস্য উন্মোচিত হল জামাতুল মুজাহিদিন'র নামে পোস্টার করার ঘটনার। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অমিয় সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে। কোলকাতার একটি কলেজের বি কম প্রথম বর্ষের ছাত্র ধৃত অমিয়।

গতকাল মবার তাকে গ্রেফতার করে কোলকাতার বিধাননগর কমিশনারেটের পুলিশ। অমিয়'র বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ ধারায় মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার অমিয় সরকারকে আদালতে তোলা হবে।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিসি শিবানী তেওয়ারি জানান, তদন্তে জানা যায় ১৯ বছর বয়সী ওই কলেজ ছাত্রের নাম। তবে এই ঘটনায় কোনো জঙ্গি যোগসূত্র পাওয়া যায়নি।

গত ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাজারহাট থানা এলাকার বিষ্ণুপুরে একটি স্কুল সংলগ্ন দেওয়ালে হঠাৎ করেই জামাত-উল-মুজাহিদিনের নামে পোস্টার দেখতে পাওয়া যায়। তাতে ১৮ বছরের এক কিশোরীকে মানববোমা হিসাবে ব্যবহার করার হুমকি দেয়া হয়। দুটি মোবাইল নম্বরেরও ইঙ্গিত ছিল ওই পোস্টারে। এছাড়াও সাঙ্কেতিক ভাষা ব্যবহার করে একটি নাম ও ফোন নম্বর দেয়া ছিল ওই পোস্টারে।

হাতে লেখা ওই পোস্টারে বলা হয়েছিল, তোমরা আমাদের আর আটকাতে পারবে না। আমরা পশ্চিমবঙ্গের সব জায়গাতে ছড়িয়ে আছি। ১৮-১৯ বছরের ছেলে মেয়েদেরকেই ব্যবহার করব। প্রথম বিস্ফোরণ করব শিয়ালদহ স্টেশনের কাছে। নজর রাখছি ১৮ বছরের একটি মেয়ের ওপর। যেকোনো সময় ধরে মানব বোমায় পরিণত করব। মেয়েটির ব্যাপারে সব জানি। এরপরেই সাঙ্কেতিক কয়েকটি নম্বর দেয়া হয় ওই পোস্টারে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এখন বলছে, ফেসবুকের বান্ধবীকে 'শিক্ষা' দেয়ার জন্য জেহাদি পোস্টার লাগিয়েছিলেন ওই যুবক। এই ঘটনায় জঙ্গি সংগঠনের কোনো হাত নেই বলে স্পষ্ট জানিয়েছে পুলিশ।'অনির্বাণ সেন' নামে ফেসবুকের একজনের সঙ্গে আলাপ হয় অমিয়'র। প্রোফাইলের নাম পুরুষের হলেও ব্যবহারকারী আসলে ছিলেন একজন তরুণী। কিন্তু হঠাৎ করেই 'ডিসেবেলড' হয়ে যায় প্রোফাইলটি। চ্যাটে পাওয়া ফোন নম্বরটিও কাজ করেনি। এ কারণে মানসিক আঘাত পেয়েই নাকি 'বান্ধবী'র ওপর প্রতিশোধ নিতে তার নম্বর দিয়ে পোস্টার সাঁটিয়ে দেয় ধৃত অমিয় সরকার। তাকে জেরা করে এমনটাই জানতে পেরেছে পুলিশ।

http://www.kalerkantho.com/online/world/2014/12/02/157998

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...