BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Tuesday, July 30, 2013

পঞ্চায়েত সমিতিতেও দাপট তৃণমূলের

পঞ্চায়েত সমিতিতেও দাপট তৃণমূলের

পঞ্চায়েত সমিতিতেও দাপট তৃণমূলের
এই সময়: গ্রাম বাংলার ব্লকে ব্লকেও সবুজ বিপ্লব। তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা রেখেছে মা-মাটি মানুষ। আমজনতা বিরোধী দলের আক্রমণের জবাব দিয়েছে তৃণমূলের পক্ষে নিজের মতামত ব্যালট বাক্সে বন্দি করেই।

পঞ্চায়েত সমিতির ফলাফলের দিকে এক ঝলক তাকালে দেখা যাবে ১২টি জেলার পঞ্চায়েত সমিতিগুলিতে কব্জা করেছে তৃণমূলই। ১৭টি জেলার মোট ৩২৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৮২টিতে জয়ী তৃণমূল। বামফ্রন্টের দখলে ৪৮টি। আবার তৃণমূলের একদা জোটসঙ্গী কংগ্রেস ১৭টি পঞ্চায়েত সমিতিতেই নিজের আধিপত্য বিস্তার করতে পেরেছে।

বাঁকুড়ার ২০টি, বর্ধমানের ১৯টি, বীরভূমের ১৩টি, কোচবিহারের ৯টি, পূর্ব মেদিনীপুরের ১৬টি, হুগলির ১০টি, হাওড়ার ১৩টি, উত্তর ২৪ পরগনার ১৩টি, পুরুলিয়ার ১৫টি, দক্ষিণ ২৪ পরগনার ১০টি, দক্ষিণ দিনাজপুরের ৬টি এবং পশ্চিম মেদিনীপুরের ২৮টি পঞ্চায়েত সমিতির আকাশই এখন সবুজ।

উল্লেখযোগ্য, বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের মতো বামদূর্গের লাল রঙও এখন ফিকে পড়েছে। বর্ধমানে বামেদের দখলে গিয়েছে একটি পঞ্চায়েত সমিতি, বীরভূমে ৬টি। এমনকী সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা সুশান্ত ঘোষের সাম্রাজ্য পশ্চিম মেদিনীপুরের ২৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে একটিও নিজের দখলে রাখতে পারেনি বামফ্রন্ট। এদিকে সিংহের তেজও কমেছে কোচবিহারে, তিনটি পঞ্চায়েত সমিতিতেই নিজের আধিপত্য কায়েম করতে পেরেছে বামফ্রন্ট।

অন্য দিকে মালদার ১২টি পঞ্চায়েত সমিতির মধ্যে সাতটিই বামেদের দখলে। মুর্শিদাবাদেও ১২টি পঞ্চায়েত সমিতি বামেদের দখলে। সেখানে ৯টি পঞ্চায়েত সমিতি কংগ্রেসের 'হাত' ধরেছে। আবার নদিয়ায় ১৭টি পঞ্চায়েত সমিতির হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসল বামফ্রন্ট। স্কোর দাঁড়াল-- তৃণমূল সাত, বামফ্রন্ট আট এবং অন্যান্য ২।

উত্তর দিনাজপুরে পঞ্চায়েত সমিতিতে তৃণমূল, বামফ্রন্ট এবং কংগ্রেসের হাতে একটি করে পঞ্চায়েত সমিতি রয়েছে।

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...