BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Tuesday, June 11, 2013

ধিক্কার মিছিল


ব্যারাকপুরে আক্রান্ত এবিপি আনন্দর সাংবাদিক আস্তিক চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে৷ আগামিকালই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে৷ মঙ্গলবার আস্তিক এবং অপর আহত সাংবাদিক বরুণ সেনগুপ্তকে দেখতে আসেন বিদ্বজনেরা৷ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে মিছিল হয় শহরে৷


অন্য গত শুক্রবার আস্তিক ব্যারাকপুরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের খবর সংগ্রহ করতে৷ কিন্তু তৃণমূল কর্মীদের নির্বিচারে রড, লাঠি, বাঁশের আঘাতে এখন হাসপাতালে শয্যাশায়ী৷ মৃত্যুমুখ থেকে ফিরে আসার সেই আতঙ্ক এখনও স্পষ্ট আস্তিক চট্টোপাধ্যায় ও ২৪ ঘণ্টার বরুণ সেনগুপ্তের চোখেমুখে৷
হাসপাতাল সূত্রে খবর, অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবারই ছাড়া হতে পারে আস্তিককে৷ তবে আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিত্‍সকরা৷ হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বরুণও৷
মঙ্গলবার সংস্কৃতি সমন্বয়ের পক্ষ থেকে আস্তিককে দেখতে আসেন অশোক মুখোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, বাদশা মৈত্র প্রমুখ৷ দেখতে যান অধ্যাপিকা মালবিকা চট্টোপাধ্যায় ও মালিনী ভট্টাচার্যও৷ সাংবাদিকদের ওপর এ হেন আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সকলে৷
ব্যারাকপুরকাণ্ডের প্রতিবাদে এ দিন রাজপথে নামেন সাংবাদিকরা৷ মিছিলের উদ্যোক্তা ছিল কলকাতা প্রেস ক্লাব৷ সহকর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে পা মেলাতে বিভিন্ন জেলা থেকেও সাংবাদিকরা যোগ দিয়েছিলেন প্রতিবাদ মিছিলে৷

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...