BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Wednesday, June 12, 2013

হুমকির মধ্যেই বিনা লড়াইয়ে জিতছে তৃণমূল

হুমকির মধ্যেই বিনা লড়াইয়ে জিতছে তৃণমূল

হুমকির মধ্যেই বিনা লড়াইয়ে জিতছে তৃণমূল
গলসিতে রাজনৈতিক সংঘর্ষে নিহত মদন সোরেনের স্মরণসভা সিপিএমের বর্ধমান জেলা কার্যালয়ে।----বরিশ রহমান।
এই সময়: পঞ্চায়েত ভোটের তৃতীয় দফার মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হলেও শাসকদলের হুমকি-ধমকি কমছে না৷ তবে গত ক'দিনের তুলনায় মঙ্গলবার মারামারি, সংঘর্ষ, রক্তক্ষয় কম হয়েছে৷ বিরোধীদের অভিযোগ, প্রথম দু'দফার মনোনয়নপত্র জমা দেওয়ার পরই বোঝা গিয়েছে, অধিকাংশ জেলায় শাসকদল গায়ের জোরে তাদের দাবিয়ে রেখেছে৷ তাই অনেক জায়গাতেই বিরোধীরা মনোনয়নপত্র হয় জমা দিতে পারেননি, নয়তো তাঁদের প্রার্থীপদ জোর করে প্রত্যাহার করানো হয়েছে৷ কোথাও কোথাও পঞ্চায়েত একেবারে বিরোধীশূন্য করে দেওয়া হয়েছে৷ এ রকম অবস্থায় বীরভূম জেলা কংগ্রেস গোটা বোলপুর মহকুমায় ভোট বাতিলের আর্জি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে৷ জেলা সভাপতি সৈয়দ মহম্মদ জিমি এদিন জানান, সারা জেলাতেই শাসকদল তৃণমূল ভোটের আগেই সমগ্র প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে৷ এর জন্য কমিশনকে চিঠি দেওয়া হয়েছে।

এদিকে বীরভূমের লোবা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদারের অভিযোগ, শাসকদলের বাইক-বাহিনী মুখে কালো কাপড় বেঁধে গ্রামে গ্রামে তাদের প্রার্থীদের হুমকি দিয়ে যাচ্ছে৷ তিনি জানান, এ বার থেকে ১৪টি গ্রাম কমিটি গ্রাম পাহারা দেবে, যাতে কোনও অপরিচিত লোক বাইকে করে গ্রামে ঢুকতে না-পারে৷

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে জখম অবস্থায় ভর্তি থাকা গলসির চার সিপিএম সমর্থকের বাড়ির লোকেরা জানিয়েছেন, তৃণমূল বাহিনী হাসপাতালেই নানা হুমকি দিচ্ছে৷ মাঝে মাঝেই তৃণমূলের লোকেরা হাসপাতালে আসছে৷ এদিন সন্ধ্যায় তিনজনকে ছেড়ে দেওয়া হলেও, তাঁরা গ্রামে ফিরতে সাহস পাচ্ছেন না৷ গলসির কেতনা গ্রামে ঘটনার পর পুলিশ পিকেট বসলেও পরিবেশ এদিনও ছিল থমথমে৷ সিপিএমের গলসি জোনাল কমিটির সম্পাদক সৈয়দ হোসেন রহমান জানান, পুলিশের সামনেই তৃণমূল সমর্থকরা হুমকি দিচ্ছে৷ তৃণমূলের গলসি ব্লকের কার্যকরী সভাপতি নবকুমার হাজরা অবশ্য সিপিএমের অভিযোগ অস্বীকার করেছেন৷ তাঁর দাবি, গ্রামে কোনও উত্তেজনা নেই৷ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক৷ হাসপাতালে গিয়ে কেউ কোনও হুমকি দেয়নি৷

এদিন গলসির নিহত সিপিএম সমর্থক মদন সোরেনের মরদেহ বর্ধমানে জেলা অফিসে নিয়ে আসা হয়৷ পরে গ্রামে দামোদর নদের ধারে শেষকৃত্য সম্পন্ন হয়৷ জেলার পুলিশ সুপার সৈয়দ হোসেন মহম্মদ মির্জা জানান, আগের দিনের ঘটনায় তিন জনকে গ্রেন্তার করা হয়েছে৷ গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে৷

এর মধ্যে টিকিট পাওয়া নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও অব্যাহত৷ এদিন ভাঙড় ১ নম্বর ব্লকের সভাপতি জাহাঙ্গির খান চৌধুরির অনুগামীদের সঙ্গে আরাবুল-গোষ্ঠীর সংঘর্ষ হয়৷ ব্যাপক বোমাবাজি চলে কেএলসি থানার উষপাড়া৷ অবস্থা সামাল দিতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী৷ সোমবার ভাঙড়ে আরাবুল জেতার পর বিজয় মিছিল বার করা হয়৷ অভিযোগ, সেই মিছিল থেকে ব্যাপক বোমাবাজিও করা হয়৷
পূর্ব মেদিনীপুরে কাঁথির দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের ১৬ নম্বর আসনে সিপিএম প্রার্থী খুকুরাণি ভুঁইঞার সই জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রশান্ত পাত্র জানান, শুধু দেশপ্রাণ ব্লকেই অন্তত ৬০ জন সমর্থক ঘরছাড়া৷ জেলার ভগবানপুর এবং পটাশপুরেও হুমকি চলছে৷

অন্য দিকে তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার ধারাও অব্যাহত৷ লালগড়ের নেতাই আসনে কোনও লড়াই ছাড়াই তৃণমূল জিতে গিয়েছে৷ সিপিএম সেখানে মনোনয়নপত্রই জমা দিতে পারেনি৷ কংগ্রেস প্রার্থী উত্তম জানাকে দিয়ে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয়েছে বলে কংগ্রেস নেতা সুব্রত ভট্টাচার্যের দাবি৷ লালড় ব্লক তৃণমূল সভাপতি বনবিহারী রায়ের দাবি, কংগ্রেস প্রার্থীকে কোনও চাপ দেওয়া হয়নি৷ 

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...