BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Saturday, July 16, 2011

Fwd: [Manusher Sangramer kotha addai uthuk] মেট্রোয় টিকিটের বদলে টোকেন ব্যবস্হায় নাকাল কলকাতা



---------- Forwarded message ----------
From: Sukumar Mitra <notification+kr4marbae4mn@facebookmail.com>
Date: 2011/7/16
Subject: [Manusher Sangramer kotha addai uthuk] মেট্রোয় টিকিটের বদলে টোকেন ব্যবস্হায় নাকাল কলকাতা
To: Manusher Sangramer kotha addai uthuk <200057440035198@groups.facebook.com>


মেট্রোয় টিকিটের বদলে টোকেন ব্যবস্হায় নাকাল কলকাতা সুকুমার মিত্র | জুলাই 16, 2011 15:16 কলকাতা মেট্রো রেলের নতুন টোকেন টিকিট অর্ৎ 'রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিটি' প্রযুত্তিু-যুত্তু গেট চালু করতে গিয়ে বিভ্রাটের মুখে পড়তে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে৷ নাজেহাল হতে হচেছ সাধারণ যাত্রীদেরও৷ বিশেষ করে টোকেন চালু হওয়ায় যাত্রীদের টিকিট কাউন্টারে ভিড় ক্রমশঃ লম্বা হচেছ৷ কারণ টোকেন সিস্টেমে রিটার্ন টিকিটের মতো কোনও ব্যবস্হা না থাকায় বাড়তি যাত্রীদের টিকিট কেনার ভিড় বাড়চেছ৷ এই ভিড় আগের ব্যবস্হায় হতো না৷ এছাড়া চার দিনেই পঁচিশ হাজার টোকেন হাপিশ হয়ে গেছে৷ ওই হাপিশ হওয়া টোকেন উদ্ধারের জন্য মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রতু্যষ ঘোষ জানিয়েছেন, 'যাত্রী স্বাচছন্দ্যের লক্ষ্যেই বিশ্বমানের নয়া প্রযুত্তিুর গেট করা হয়েছে৷ কিন্তু যাত্রীরা ভুল করে টোকেন নিজেদের কাছেই রেখে দিচেছন৷' কলকাতার লাইফ লাইনকে আরও গতিশীল করতে পুরনো ম্যাগনেটিক টিকিটের পরিবর্তে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিটি প্রযুত্তিুযুত্তু গেট চালু করা হয়েছে বলে দাবি মেট্রো কর্দের৷ টোকেনের মেয়াদ মাত্র আধ ঘন্টা৷ এই সময়ের মধ্যে ওই টোকেনটি ব্যবহার করতে হবে৷ বেরনোর সময় হয় তা কর্তৃপক্ষ কিংবা নির্দিষ্ট বক্সে জমা দিতে হবে৷ এদিকে মেট্রোর চ্ব টি স্টেশনে এখনও আগের গেটগুলি চালু রয়েছে৷ ফলে টোকেন গেটের ভিড় ও ঝামেলা এড়াতে যাত্রীরা পুরনো গেট দিয়ে টোকেন জমা না দিয়েই বেরিয়ে যাচেছন৷ টোকেন জমা পড়ছে না মেট্রো কর্তৃপক্ষের হাতে৷ এক একটি টোকেন তৈরিতে মেট্রোর খরচ হয়েছে 20 টাকা৷ অথচ যাত্রীদের সবচেয়ে কম ভাড়া চার টাকা, সবচেয়ে বেশি 14 টাকা৷ এই রকম পরিস্হিতি মেট্রো কর্তৃপক্ষ পুরো ব্যবস্হা চালু না হওয়া পর্যন্ত তড়িঘড়ি প্রবেশ পথে টোকেন চালু করায় প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে৷ মেট্রো কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে মাত্র শ'খানেক যাত্রী টোকেন ফেরত দিলেও বাকি টোকেনের ক্ষতি বহন করতেই হচেছ৷
Sukumar Mitra 3:43pm Jul 16
মেট্রোয় টিকিটের বদলে টোকেন ব্যবস্হায় নাকাল কলকাতা
সুকুমার মিত্র | জুলাই 16, 2011 15:16
কলকাতা মেট্রো রেলের নতুন টোকেন টিকিট অর্ৎ 'রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিটি' প্রযুত্তিু-যুত্তু গেট চালু করতে গিয়ে বিভ্রাটের মুখে পড়তে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে৷ নাজেহাল হতে হচেছ সাধারণ যাত্রীদেরও৷ বিশেষ করে টোকেন চালু হওয়ায় যাত্রীদের টিকিট কাউন্টারে ভিড় ক্রমশঃ লম্বা হচেছ৷ কারণ টোকেন সিস্টেমে রিটার্ন টিকিটের মতো কোনও ব্যবস্হা না থাকায় বাড়তি যাত্রীদের টিকিট কেনার ভিড় বাড়চেছ৷ এই ভিড় আগের ব্যবস্হায় হতো না৷ এছাড়া চার দিনেই পঁচিশ হাজার টোকেন হাপিশ হয়ে গেছে৷ ওই হাপিশ হওয়া টোকেন উদ্ধারের জন্য মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রতু্যষ ঘোষ জানিয়েছেন, 'যাত্রী স্বাচছন্দ্যের লক্ষ্যেই বিশ্বমানের নয়া প্রযুত্তিুর গেট করা হয়েছে৷ কিন্তু যাত্রীরা ভুল করে টোকেন নিজেদের কাছেই রেখে দিচেছন৷'
কলকাতার লাইফ লাইনকে আরও গতিশীল করতে পুরনো ম্যাগনেটিক টিকিটের পরিবর্তে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিটি প্রযুত্তিুযুত্তু গেট চালু করা হয়েছে বলে দাবি মেট্রো কর্দের৷ টোকেনের মেয়াদ মাত্র আধ ঘন্টা৷ এই সময়ের মধ্যে ওই টোকেনটি ব্যবহার করতে হবে৷ বেরনোর সময় হয় তা কর্তৃপক্ষ কিংবা নির্দিষ্ট বক্সে জমা দিতে হবে৷ এদিকে মেট্রোর চ্ব টি স্টেশনে এখনও আগের গেটগুলি চালু রয়েছে৷ ফলে টোকেন গেটের ভিড় ও ঝামেলা এড়াতে যাত্রীরা পুরনো গেট দিয়ে টোকেন জমা না দিয়েই বেরিয়ে যাচেছন৷ টোকেন জমা পড়ছে না মেট্রো কর্তৃপক্ষের হাতে৷ এক একটি টোকেন তৈরিতে মেট্রোর খরচ হয়েছে 20 টাকা৷ অথচ যাত্রীদের সবচেয়ে কম ভাড়া চার টাকা, সবচেয়ে বেশি 14 টাকা৷ এই রকম পরিস্হিতি মেট্রো কর্তৃপক্ষ পুরো ব্যবস্হা চালু না হওয়া পর্যন্ত তড়িঘড়ি প্রবেশ পথে টোকেন চালু করায় প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে৷ মেট্রো কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে মাত্র শ'খানেক যাত্রী টোকেন ফেরত দিলেও বাকি টোকেনের ক্ষতি বহন করতেই হচেছ৷

View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment.



--
Palash Biswas
Pl Read:
http://nandigramunited-banga.blogspot.com/

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...