BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Saturday, February 26, 2011

Fwd: orkut - আমরা পুত্রের সামনে ব্যক্তিত্ববান, চায়ের দোকানের রাজা-উজির। বসের সামনে মিউমিউ করি, বৌয়ের সামনে কাঁ...



---------- Forwarded message ----------
From: Guruchandali . <4008094221259273457@mail.orkut.com>
Date: 2011/2/26
Subject: orkut - আমরা পুত্রের সামনে ব্যক্তিত্ববান, চায়ের দোকানের রাজা-উজির। বসের সামনে মিউমিউ করি, বৌয়ের সামনে কাঁ...
To: noreply-orkut@google.com


Hi,
you have been mentioned on a message:

Guruchandali to Kamalika ..., Mainak Datta, RODERANG MAGAZINE and more.

আমরা পুত্রের সামনে ব্যক্তিত্ববান, চায়ের দোকানের রাজা-উজির। বসের সামনে মিউমিউ করি, বৌয়ের সামনে কাঁচুমাচু।  ট্রামে-বাসে রাম-খেঁকুরে, পুলিশের সামনে অমায়িক। আমরা অফিসে কো-অর্ডিনেশন করি, পাড়ায় তৃণমূল। ভোট কাকে দিই, সে অবশ্য বাঁ হাতও টের পায়না। আমরা ট্রেনে-বাসে গুঁতোগুঁতি করি, লাইন দেখলেই টপকে যাবার ছক কষি। রিক্সাওয়ালাকে তুই-তোকারি করি, সব্জিওয়ালাকে খিস্...তি। ইংরিজি শুনলে গলে যাই, স্মার্টনেস দেখলে ঘাবড়ে। রাবড়ি খেলে আহা-উহু করি দাবড়ি খেলে কেঁউকেঁউ।

 ইদানীং অবশ্য বাজারদর কমপ্ল্যান খাওয়া বাচ্চার চেয়েও চটপট বাড়ছে বাড়ছে বলে আমাদের রাবড়ি খাওয়া স্লাইট কমতির দিকে। মাথার উপর ফ্ল্যাটের লোন, ফ্রিজ-টিভির কিস্তি। মেয়ের মোবাইলের বিল, ছেলের টিউশন। ওদিকে বেগুন পঁচিশ, চন্দ্রমুখী বারো। কেনাকাটি লাটে তুলে দরজা বন্ধ করে বসে আছি। বৌকে মলে যাবার জন্য চিমটি কাটছি, মেয়েকে সালোয়ার কেনার জন্য গাল দিচ্ছি। অহরহ যাকে-তাকে দাঁত খিঁচোচ্ছি। ডাক্তাররা একে ডিপ্রেশন বললেও আমরা বলি অর্থনীতির অবসাদ।

 আপনিও যদি এই ব্যারামে ভোগেন, তাহলে যথাযথ ঔষধের জন্য অবিলম্বে কিনুন গুরুর লেটেস্ট সংখ্যা ' রিসেশন কি সেশন ' , আর উপকার পেলে যোগাযোগ করুন এই নেট ঠিকানায়: guruchandali@gmail.com.

 কোথায় কিনবেন? আপাততঃ লিটল ম্যাগাজিন মেলায়। যার ঠিকানা কলেজ স্কোয়্যার। 

আমরা আছি মহাবোধি সোসাইটির দিকে, ৯৫ নং স্টলে. প্যাঁচা দেখে চিনে নিন.

 ঝটপট আসুন আজ, আর চটপট কিনে ফেলুন। 

 বি:দ্র: ঔষধ বিফল হলে বইয়ের মূল্য ফেরত হয়না।



go to orkut and see the conversation.
orkut email options from orkut.com:
- Stop sending me emails
- Change my email options
- Help Center

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...